Maruti: ফিচারসে ডবল সেরা, নতুন সেভেন সিটার গাড়ি লঞ্চ করতে চলেছে Maruti

Spread the love

ভারতের বৃহত্তম ও জনপ্রিয় গাড়ির নির্মাতা সংস্থা হল মারুতি সুজুকি। তবে ভারতীয় বাজারে এই সংস্থার বরাবরের মতোই সুনামের পাশাপাশি একটি দুর্নামও রয়েছে। এর কারণ হলো তাদের গাড়িতে কম ফিচার। ইন্দো-জাপানি সংস্থাটি তাদের এই বদনাম ঘোচানোর জন্য যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমারা এর নিদর্শন রূপে এই সংস্থার নতুন মডেল Brezza, Grand Vitara এবং Baleno-কে দেখেছি। তবে মারুতি সুজুকির আসন্ন পরবর্তী সেভেন সিটার গাড়িটি এই সমস্ত মডেলকে ফিচারের দিক থেকে পিছনে ফেলে দেবে। মারুতি সুজুকি এবং টয়োটা একত্রিত হয়ে, ভারত এবং আন্তর্জাতিক বাজারে গাড়ি তৈরি করে।

যেমন, টয়োটার RAV4 গাড়িটিকে সুজুকি A-Cross নামে বিশ্বের দরবারে বিক্রি করে। এই জল্পনা বাস্তবায়িত হলে সম্প্রতি উন্মোচিত টয়োটা ইনোভা হাইক্রস গাড়িটি রিব্র্যান্ডেড করে মারুতি সুজুকি তাদের নাম বসিয়ে কিছুটা অদল বদল করে নতুন মোড়কে বাজারে লঞ্চ করবে।

Innova HyCross টয়োটা কোম্পানির অন্যতম সর্বাধিক ফিচার যুক্ত গাড়ি। গাড়িটি টয়োটা সেফটি সেন্স(ADAS), একটি প্যানোরামিক সানরুফ, ক্যাপ্টেন সিট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, একটি ১০.১ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম সহ আরো অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত। তবে আশা করা হচ্ছে, এই সমস্ত দুর্দান্ত ফিচারগুলি মারুতির ভার্সনটিতেও উপলব্ধ থাকবে। ঠিক এই কারণেই আসন্ন নতুন গাড়িটি মারুতির সর্বোত্তম ফিচার সমৃদ্ধ মডেল হতে চলেছে।

তবে এক্ষেত্রে, মারুতির ভার্সনটি Toyota Innova HyCross-এর থেকে সামান্য ভিন্ন হতে পারে। এছাড়া অনুমান করা হচ্ছে, টয়োটার মডেলের চাইতে এই মডেলটির দামও অনেক কম হবে। মারুতি সুজুকি তাদের এই মডেলটি টয়োটা মডেলটি লঞ্চের ছ’মাস বাদে বাজারে লঞ্চ করতে পারে। তবে নতুন বছরের প্রথম মাসেই টয়োটার এই গাড়িটি লঞ্চ করার সম্ভাবনা প্রবল। সেই অনুযায়ী maruti suzuki আগামী বছরের মাঝামাঝি সময়ে গাড়িটি বাজারে লঞ্চ করবে বলে জানা গেছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *