Midday Meal Ilish: মিড-ডে মিলে ছাত্রদের ১৫ কেজি ইলিশ খাওয়ালেন ৭ শিক্ষক, শিক্ষকদের এই প্রচেষ্টায় প্রশংসায় ভরাল নেটজনতা

Spread the love

দুর্গা পুজোতো প্রায় এসেই গেল। খুব তাড়াতাড়ি ছুটি পড়ে যাবে স্কুল কলেজেও। কিন্তু ছুটি পড়ার আগেই ছাত্রদের এক অন্যরকম উপহার দিলেন শিক্ষকরা। মধ্যাহ্নভোজন খাওয়ালেন পড়ুয়াদের, তাও ইলিশ মাছ দিয়ে ।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মনসন্তোষ পার্ট বেসিক স্কুলের সাতজন শিক্ষক। শিক্ষকরা নিজেদের বেতন থেকে টাকা খরচ করে ছাত্রদের চমকে দেয়ার জন্য 15 কেজি ইলিশ মাছ কেনেন। তথ্য পাওয়া গেছে শিক্ষকরাও ছাত্রদের সাথে বসে মিড ডে মিলে ইলিশ মাছ খেয়েছেন।

মনসন্তোষ পার্ট বেসিক স্কুলের সাতজন শিক্ষক গত মঙ্গলবার বিদ্যালয়ের ১৮৫ জন পড়ুয়াকে ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করেন। ১৫০০০ টাকা খরচ করেছেন শিক্ষকরা ১৫ কেজি ইলিশ মাছ ক্রয় করতে। সেদিনের মিড ডে মিলের মেনুতে ইলিশ মাছ ছাড়াও ছিল আলুর সবজি, মিষ্টি কুমড়ো এবং চাটনি। বিদ্যালয়েরই একজন শিক্ষক সুশান্ত কুমার বেরা জানিয়েছেন, দিনের বেশিরভাগ সময়টাই আমরা স্কুলে থাকি। তাই জন্যই আমরা পরিকল্পনা করলাম একদিনের জন্য মিড ডে মিলের মেনু পরিবর্তন করে পড়ুয়াদের একটু খুশি করা যাক।

তাই এই অভিনব ব্যবস্থা। অত্যন্ত খুশি হয়েছে পড়ুয়ারা মিড ডে মিলে ইলিশ মাছ পেয়ে। বিদ্যালয়ের পড়ুয়াদের বক্তব্য, আমরা অন্যান্য দিন মাছ ডিম সবজি ভাত খাই। কিন্তু আজ আমাদের শিক্ষকরা ইলিশ মাছ খাওয়ালেন আমরা খুবই আনন্দিত। আমাদের খুবই ভালো লেগেছে। শিক্ষকদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 12 জন স্কুলের শিশু মিড ডে মিলের খাবার খেয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। পরে খোঁজ করে জানা যায় রাঁধুনি ভুলবশত ভাবে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিয়েছিল খাবারের নুনের পরিবর্তে। এছাড়াও বিভিন্ন সময়ে মিড ডে মিলের খাবারে পাওয়া গেছে টিকটিকি, সাপ বিভিন্ন রকমের পোকামাকড়। রাজ্যের অনেক জায়গাতেই পড়ুয়ারদের অভিভাবকেরা মিড ডে মিলের গুনমান নিয়ে প্রশ্ন তুলছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *