Motorola: বাজার কাঁপাতে Motorola আনতে চলেছে সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, টেক্কা দেবে Samsung-কেও

Spread the love

এবার মোবাইল প্রস্তুতকারক সংস্থা Motorola বাজারে আনতে চলেছে সবথেকে পাতলা স্মার্টফোন, এমনটাই দাবি করেছে সংস্থাটি। সংস্থার তরফে দাবি করা হয়েছে স্মার্টফোনটিতে একেবারে পাতলা বেসেল ব্যবহার করা হয়েছে। বিশ্বের অন্যতম স্মার্টফোন কোম্পানি Mororola এবার তাদের সবথেকে পাতলা স্মার্টফোন Motorola Razr 40 Ultra লঞ্চ করতে প্রস্তুত।

এই সংস্থা বাজারে তাদের স্মার্টফোনগুলিতে একাধিক ফিচার্স যেমন আনছে তেমনই মডেলের ডিজাইন করেছে আরও চমৎকার ও আকর্ষণীয়। সম্প্রতি চীনে সংস্থাটি Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra লঞ্চ করেছে। এবার এটি ভারতের বাজারেও আসতে চলেছে। আমাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে ইতিমধ্যে স্মার্টফোনটির লাইভ করা হয়েছে। স্মার্টফোনটির অফিশিয়াল স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গিয়েছে।

স্মার্টফোনটিতে রয়েছে সবচেয়ে বড় ডিসপ্লে। মোবাইলটির বাহ্যিক স্ক্রীন ৩.২ ইঞ্চি ও ভিতরের ডিসপ্লে ৬.৯ ইঞ্চি। রিফ্রেশ রেট ১৪৪hz। এর পাশাপাশি এটি রেজোল্যুশন ১০৫৬ × ১০৬৬। স্ক্রীনটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। এর পাশাপাশি রয়েছে গুগল ম্যাপ নেভিগেশন, মিউজিক কন্ট্রোল, ওয়েদার উইজেট, অ্যাপ নোটিফিকেশনের মত একাধিক অপশন।

রয়েছে LTPO স্ক্রীন এবং এটির রিফ্রেশ রেট ১৬৫ hz। এটিতে ব্যবহারকারীরা পাবেন HDR + এবং SGS আই সুরক্ষা। Motorola Razor 40 Ultra প্রিমিয়াম সেগমেন্টের হ্যান্ডসেট হিসেবে এটি বাজারে আসতে চলেছে। আমাজনের তরফে জানা গিয়েছে, আগামী ২২শে জুন স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে আনা হবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনটির দাম হতে পারে ৮০,০০০ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *