Pigeon: বাড়িতে পায়রার বাসা বাঁধা যা ইঙ্গিত দেয়!

Spread the love

অনেককাল ধরেই মানুষ পায়রা পুষে আসছে। পায়রাকে শান্তির দূত বলা হয়। আবার শহরে অনেক বাড়িতে পায়রা উড়ে এসে বসতে দেখা যায়। আবার কারো কারো বাড়িতে পায়রা বাসা বাঁধে। তবে অনেকের মনে আবার প্রশ্ন জাগে বাড়িতে পায়রার বাসা বাধা শুভ না অশুভ ইঙ্গিত? জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই বিষয়ের উল্লেখ পাওয়া যায়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে পায়রার আগমন অত্যন্ত শুভ। বাড়িতে পায়রার আগমন সুখ-শান্তির ইঙ্গিত দেয়। কিন্তু বাড়িতে পায়রার বাসা বাঁধা আপনার জন্য অত্যন্ত দুঃসংবাদ।

আপনার বাড়িতে যদি পায়রা বাসা বাঁধে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। কখনোই পায়রাকে আপনার বাড়িতে বাসা করতে দেবেন না। আজকের এই প্রতিবেদনে জেনে নিন পায়রা যদি আপনার বাড়িতে বাসা করে ফেলে, তাহলে তা থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন।

জীবাণুনাশক স্প্রে করতে হবে আপনার এলাকায়। শুধু আপনার ঘরবাড়ি পরিষ্কার রাখলেই হবে না জীবাণুনাশক স্প্রে করতে হবে।

পায়রাকে বাড়িতে খেতে দেবেন না। কারণ পায়রাকে বাড়িতে খেতে দিলেই পায়রা বাসা বানানোর জন্য আপনার বাড়িতে চলে আসবে। আপনি যদি পায়রাকে খাবার খাওয়াতে চান, তাহলে আপনার বাড়ি থেকে দূরে কোন স্থানে বা কোন বাগানে তাদেরকে খেতে দিন।

আপনার বাড়ি বা তার আশেপাশে পায়রার বাসায় থাকলে, একদম দেরি না করে সেটা দূরে কোথাও রেখে আসুন। কারণ পায়রার বাসা বাড়িতে যত রাখবেন তত আপনার জীবনে আর্থিক অনটন নেমে আসবে ও পরিবারে অস্থিরতা দেখা যাবে।

EGG: মদের চেয়েও বেশি ক্ষতিকর ডিম! সপ্তাহে ৪ টের বেশি ডিম খেলে কি হয় শুনলে অবাক হবেন

Beauti Tips: মাত্র একবার চুমু খেলেই বাড়বে ত্বকের দারুণ জেল্লা! কিভাবে দেখুন

Evening Snacks Recipe: আলু নয়, এবার বাড়িতেই বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে বেগুনের চিপস, শিখে নিন রেসিপি

Gastric Problem: লুচি খেলেই কি বুক জ্বালা করে? গ্যাস-অম্বলের সমস্যা দূর করুন এই ঘরোয়া উপায়ে

পায়রা যদি একান্তই আপনার বাড়িতে বাসা করেই ফেলে তবে পায়রার বাসার সামনে একটি বিড়াল বা একটি ছোট্ট ঈগল পুতুল খেলনাকে বাসার সামনে ঝুলিয়ে রেখে দিন। পরের দিন ভয় পেয়ে চলে যেতে পারে।

কাঁচের জানলা, ঘুলঘুলি, ভেন্টিলেটর রাখবেন না। স্থায়ীভাবে বন্ধ করে দিন এগুলিকে। তাহলেই দেখতে পারবেন পায়রা আর বাসা করছে না আপনার বাড়িতে। এই প্রতিবেদনটি বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী লেখা হয়েছে। ব্যক্তি অনুযায়ী এর ফল ভিন্ন হতে পারে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *