BMW: সকল ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে বাজারে লঞ্চ করলো নতুন BMW ইলেকট্রিক স্কুটার, জানুন দাম ও ফিচারস

Spread the love

বিগত কয়েক মাস ধরেই দেশের বাজারে বেড়েই চলেছে ইলেকট্রিক স্কুটার, বাইক ও গাড়ির চাহিদা। এমতাবস্থায় একের পর এক কোম্পানি এদের নতুন ইলেকট্রিক স্কুটার, বাইক লঞ্চ করছে। তবে এবার ইলেকট্রিক স্কুটার নিয়ে ফের একবার ভারতের বাজারে পা রাখতে চলেছে অত্যন্ত জনপ্রিয় জার্মান মোটরসাইকেল, মোটরগাড়ি ও ইঞ্জিন নির্মাণকারী সংস্থা বিএমডব্লিউ। এছাড়াও বিশ্বখ্যাত রোলস রোয়েস মোটর কারসও বিএমডব্লিউ-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান।

তবে আজ এই কোম্পানির এমন একটি ইলেকট্রিক স্কুটারের বিষয়ে জানাবো, যা দেখে আপনিও চমকে যাবেন। সম্প্রতি কোম্পানিটি BMW CE 04 ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করতে চলেছে। স্কুটারটিতে অত্যন্ত স্টাইলিশ লুক দেওয়ার পাশাপাশি অত্যাধুনিক ফিচারও যুক্ত করা হয়েছে। বিএমডব্লিউ-এর এই বিলাসবহুল স্কুটারটির এক্স শোরুম মূল্য প্রায় ৯.৩৬ লক্ষ টাকা।

তবে বর্তমানে এটি ভারতে উপলব্ধ নয়। কিন্তু অনুমান করা হচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারটি আমাদের দেশে আমদানি করা হলে এর মূল্য হতে পারে প্রায় ১৪ লাখ টাকা। এই স্কুটারটি কোম্পানি দুটি ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ও অ্যাভান্টগার্ড। স্কুটারটি কেবলমাত্র একটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। যেটিতে সামনের দিকে সাদা রঙের সাথে কালো সারফেস ফিনিশ দেওয়া হয়েছে।

IPhone 15 Ultra: এই প্রথম ডুয়েল সেলফি সহ ক্যামেরার সাথে লঞ্চ করতে চলেছে IPhone 15 Ultra, ফাঁস হল দাম ও ফিচারস

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

ইলেকট্রিক স্কুটারটিতে ৩১ কিলোওয়াট মোটর রয়েছে। এছাড়াও স্কুটারটি সর্বোচ্চ ৪২ এইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। এটি ০ থেকে ৫০ kmph বেগে চলতে পারে মাত্র ২.৬ সেকেন্ডে। এছাড়াও স্কুটারটিতে প্রায় ১২০ kmph এর সর্বোচ্চ গতি প্রদান করেছে কোম্পানি। এই ইলেকট্রিক স্কুটারটির লুকও বেশি আকর্ষণীয়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *