Honda: চলতি বছরে একগুচ্ছ নতুন স্টাইলিশ দু-চাকা বাজারে লঞ্চ করতে চলেছে Honda, আপনি কোনটা কিনবে? রইল তালিকা

Spread the love

৯০ দশকের বড় হওয়া গাড়ি-প্রেমীরা প্রত্যেকেই কখনো না কখনো হোন্ডা সিটির গাড়ির প্রেমে পড়েছেন কারণ স্টাইলিশ লুক অত্যাধুনিক ফিচার্সের এর সাথে তারা খেয়াল রেখেছে মধ্যবিত্তের সাধ‍্যেরও। আর তাই ২৫ বছর পর আজও মধ্যবিত্ত পরিবারে টু হুইলার বললেই নাম আসে হোন্ডা’র।

নতুন বছরে এবার বাইকপ্রেমীদের জন্য দারুন সুখবর। কারণ ২০২৩এ হোন্ডার ঝুলিতে যুক্ত হতে চলেছে বিভিন্ন ধরনের বাইকের সম্ভার। এমন কি চলতি বছর প্রথমবারের জন্য এই কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের ইলেকট্রিক স্কুটার।

প্রতি বছর কোন মডেল ভারতের লঞ্চ করবে হোন্ডা তার সম্ভাব্য তালিকা থাকলো এখানে-

HONDA Transalp- বিগত কয়েক দশক আগে বাজার কাঁপানো সাবেকি মোটরসাইকেলের অত্যাধুনিক সংস্করণ নিয়ে বাজারে আসছে HONDA Transalp. জানা যাচ্ছে চলতি বছরের শেষেই ভারতের দিকে পা বাড়াবে এই নতুন বাইক। যদিও এটি হাই রেঞ্জের বাইক যার দাম হতে পারে ১১ লক্ষ টাকা।

HONDA ACTIVA ELECTRIC

কোম্পানি ইতিমধ্যে আশ্বস্ত করে দিয়েছে যে চলতি বছরের শুরুতেই ভারতে আসতে চলেছে তাদের প্রথম ব্যাটারি চালিত স্কুটার। স্কুটারটি সংস্থার সবথেকে বিশ্বস্ত অ্যাক্টিভার প্লাটফর্ম এর উপর নির্মিত হবে। ২০২৩ এর শেষই বা ২৪ এর শুরুতে আনুষ্ঠানিকভাবে ভারতের মাটিতে স্পর্শ করবে ইলেকট্রিক স্কুটারটি। দাম যদিও মধ্যবিত্তের নাগালেই থাকবে অনুমান করা হচ্ছে এর দাম হবে 1.10 লাখ টাকা।

কমিউটার বাইক- প্রত্যেকেরই যাতায়াতের জন্য নিজস্ব একটি দুচাকা থাকলে সুবিধাই হয়। তাই প্রতিদিন যাতায়াতের কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে বাইক আনার পরিকল্পনা রয়েছে এই কোম্পানির। জানা যাচ্ছে সেই বাইকটি ১০০ থেকে ১১০ সিসি ইঞ্জিন সমৃদ্ধ হবে। উল্লেখ্য ইতিমধ্যে ৭০ হাজার ৩১৫ টাকা দামের সংস্থার হাতে রয়েছে CD110 Dream bike. নতুন কমিউটার বাইকটি তার থেকে কিছু বেশি হতে পারে।

HONDA CB500F

যে সমস্ত বাইকপ্রেমী ৫০০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিনের জন্য অধীর আগ্রহে বসে ছিলেন তাদের সাথে এবার পূরণ হতে চলেছে। ইতিমধ্যে ব্যাঙ্গালুরুর হোন্ডার বিগ উইং শোরুমে দেখা মিলেছে এর। অনুমান করা হচ্ছে এর দাম 4.8 লাখের এর কাছাকাছি হবে।

HONDA CB750 Hornet

গত বছরই Intermot মোটরসাইকেল মেলায় জনসম্মুখে এসেছিল এই বাইকটি। প্যারালাল টুইন ইঞ্জিন, প্রিমিয়াম আন্ডারপিনিং, অত্যাধুনিক ফিচার একে জনপ্রিয় করে তুলেছে। এর আনুমানিক দাম প্রিমিয়াম লেভেলের হতে চলেছে,যা আনুমানিক 11 লক্ষ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *