Bajaj: বাম্পার অফার নিয়ে এলো Bajaj, মাত্র ৭ হাজার টাকায় আজই বাড়ি নিয়ে আসুন এই বাইক!

Spread the love

বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। পেট্রোলের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে মানুষ এখন পেট্রোল চালিত গাড়ির উপর থেকে ধীরে ধীরে ভরসা হারিয়ে ফেলছেন। তবে সম্প্রতি বাজারে খুব সস্তায় এমন একটি বাইক উপলব্ধ রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মাত্র ৭ হাজার টাকায় উপলব্ধ রয়েছে এই বাইকটি।

কি অবাক হচ্ছেন দাম শুনে? কিন্তু এটাই বাস্তব। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই কিভাবে সম্ভব এত কম দামে বাইক পাওয়া। বাইকটির নাম হলো বাজাজ প্ল্যাটিনা। এই বাইকটি ভারতের বেস্ট সেলিং বাইক ও দুর্দান্ত মাইলেজ যুক্ত বাইক গুলোর মধ্যে অন্যতম। এক লিটার পেট্রোলে ১১০ সিসির এই বাইকটিতে আপনি ৮৪ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন।

এই বাইকটির জনপ্রিয়তা মধ্যবিত্তদের মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত গাড়িটির দাম খুবই কম এবং এর মাইলেজ এত বেশি হওয়ার ফলে সকলের দৃষ্টি আকর্ষণ করছে বাইকটি। বাইকটি দামে সস্তা হওয়ার সাথে সাথে বাইকটিতে রয়েছে দুর্দান্ত সব ফিচারস। বাইকটিতে রয়েছে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। এছাড়াও রয়েছে ১১৫.৪৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

Royal Enfield: 350 CC সেগমেন্টে ভারতীয় বাজার কাঁপাচ্ছে Royal Enfield-এর এই ৩টি বাইক, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

বাইকটিতে উৎকৃষ্ট কুলিং টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এছাড়াও ABC টেকনোলজি সহ ফাইভ স্পিড গিয়ার বক্স রয়েছে বাইকটিতে। বাজাজ প্ল্যাটিনার বর্তমান এক্স শোরুম মূল্য হল ৬৫,৯৩০ টাকা। কিন্তু আপনি এই বাইকটি কেবলমাত্র ৭,৬৫৭ টাকা ডাউনপেমেন্ট করেই বাড়ি নিয়ে যেতে পারবেন। আপনি কেবলমাত্র ৯.৭ শতাংশ সুদে বিনিময়ে গাড়িটি পেয়ে যাবেন ৩৬ মাসের EMIতে। তাহলে আপনার মাসিক EMI এর পরিমাণ দাঁড়াচ্ছে মাত্র ২,৪৫৯ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *