Travel Destination: ভোরবেলা ঘুম ভাঙবে পাখির কিচিরমিচির শব্দে, নামমাত্র খরচেই ঘুরে আসুন কলকাতার কাছে এই মনোরম পরিবেশ থেকে

Spread the love

Travel Destination: কথাই বলে বাঙালির পায়ের তলায় সরষে, ফাঁক পেলেই দিন কয়েকের জন্য বেড়াতে যেতে ভালোবাসে না এমন বাঙালির হদিস মেলাই দুষ্কর। আর সামনেই পুজো এই মুহূর্তে ছুটিটা বেশ জমিয়ে পাওয়া যাবে তাই এই মুহূর্তে যারা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য রইল এক চিত্তাকর্ষক টুরিস্ট স্পটের হদিস। স্ট্রেসফুল জীবন থেকে দিন কয়েক আরাম নিতে ছুটে যেতেই পারেন এই তল্লাটে।

যদি হাতে সময় কম থাকে আর পছন্দ যদি থাকে জঙ্গল তাহলে আপনার জন্য দারুন অপশন হতে পারে এই জায়গাটি। না ডুয়ার্সের সন্ধান দিচ্ছি না বরং হাতের কাছে “জয়পুর জঙ্গলের” কথা বলা হচ্ছে। কলকাতা থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে বাঁকুড়ার এই জঙ্গল আছে। আপনি সড়ক পথ ধরে যেতে চাইলে সময় লাগে মাত্র চার ঘন্টা। একদিকে অতি বর্ষায় সিকিমের অবস্থা খারাপ এইদিকে দীঘাতেও আজকাল ভীষণ ভীড়। অপরদিকে পুজোর শপিং করে হাতে সঞ্চয়ও এখন কম।

এমন অবস্থায় যদি মন ঘুরু ঘুরু করে তাহলে আপনার মনকে শান্ত করতে পারে “জয়পুর জঙ্গল”। অপূর্ব এই এলাকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের যত তারিফ করা যায় ততই যেন কম। এই জঙ্গলে আপনি দেখতে পাবেন দুই দিকে সারি সারি গাছের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তা, শাল, সেগুন, মহুয়া যেন মাথা দুলিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। জঙ্গলের ভিতরে দেখা মিলবে হাতি, চিতল হরিণ।

আর ভোরবেলা ঘুম ভাঙবে পাখির কিচিরমিচির শব্দ। আপনি যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে প্রথমে হাওড়া থেকে বিষ্ণুপুর গ্রামে যে কোন ট্রেনে যেতে হবে সেখান থেকে জয়পুর জঙ্গল মাত্র ১২ কিমি। লাল মাটি, গাছেদের সৌন্দর্য সবমিলিয়ে শহুরে কোলাহল পেরিয়ে এই জায়গা মাটির কাছাকাছি এনে দেবে আপনাকে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *