Cigarette: কপাল পুড়ল ধূমপানকারীদের! নতুন বছরে চিরতরে বন্ধ হতে চলেছে সিগারেট বিক্রি

Spread the love

দেশটি নানান বাধার সম্মুখীন হয়েও একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু বারংবার ব্যর্থ হয়েছে। তবে শেষ পর্যন্ত করেই ফেলল দেশটি। এখানে যে দেশেটির সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেই দেশটি হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড তাদের দেশে সিগারেট বিক্রি বন্ধ করে দিতে চলেছে।

তামাকশিল্পের প্রসার বন্ধ করার জন্য সবথেকে কঠোর ব্যবস্থা নিতে চলেছে নিউজিল্যান্ড।নিউজিল্যান্ড ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণ করা নাগরিকদের কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করার আইন প্রচলন করেছে। এই আইন না মানলে ৯৫ হাজার ৯১০ ডলার জরিমানা গুনতে হবে।

নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বলছে, পরবর্তী প্রজন্মকে সুরক্ষার ক্ষেত্রে ধূমপান নিষিদ্ধে বিশ্বের প্রথম আইন এটি। নিউজিল্যান্ড ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ ধূমপান মুক্ত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোটা দেশ জুড়ে সিগারেট বিক্রির জন্য বৈধভাবে অনুমোদিত দোকানের সংখ্যা কমিয়ে ৬০০০ থেকে ৬০০ করে দেওয়া হবে।

এই আইন চূড়ান্ত হয়েছে। ২০২৩ সালে এই আইনটি কার্যকর করা হবে।তবে নিউজিল্যান্ডে বর্তমানে ধূমপানের হার অনেকটাই কম। আজকে থেকে এক বছর আগে নিউজিল্যান্ডে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯.৪ শতাংশ ধূমপায়ী ছিলেন, তবে সেই হার এ বছর কমে ৮% -এ নেমে এসেছে। এক দশক আগের তুলনায় দেশটিতে ধূমপায়ীর হার অর্ধেকে নেমে এসেছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *