Ola Electric Bike: এক চার্জে ছুটবে কলকাতা টু দীঘা, দুরন্ত রেঞ্জের সঙ্গে বাজার কাঁপাতে আসছে Ola-র ‘রোডস্টার’ ই-বাইক

Spread the love

খুব শীঘ্রই ইলেকট্রিক ‘রোডস্টার’ বাইক আনতে চলেছে জনপ্রিয় ই-ভেহিকেল নির্মাণকারী সংস্থা ‘Ola’। ইতিমধ্যেই এই বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে সংস্থার তরফ থেকে। যদিও খুব বেশি তথ্য জানা যায়নি, তবে মনে করা হচ্ছে এই বাইকটিতে বেশ আকর্ষণীয় স্পোর্টি লুক দেওয়া হবে।

যেখানে ইনভার্টেড ফর্ক, মনোশক এবং সুরক্ষার জন্য দুই চাকাতেই ডিস্কব্রেক দেওয়া থাকবে। শুধু তাই নয় এই বাইকে এলইডি লাইটিংও থাকবে বলে মনে করা হচ্ছে। সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে অন্যান্য স্পোর্টস বাইক মেইনটেন করতে যতটা খরচ হয়, তার থেকে অনেক কম খরচে এই বাইকের মেইনটেনেন্স করা যাবে।

বর্তমানে ‘ওলা’র টপ এন্ড ভ্যারিয়েন্ট হিসেবে রয়েছে ইলেকট্রিক স্কুটার ‘Ola S1 Pro Gen2’, যেখানে রেঞ্জ পাওয়া যায় ১৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে সংস্থার এই ‘রোডস্টার’ বাইকটিতে আরো বেশি রেঞ্জ এবং গতিবেগ থাকবে।

কিছু তথ্য থেকে অনুমান করা হচ্ছে এই বাইকে সর্বাধিক গতি থাকবে ১৩০-১৪০ কিলোমিটার এবং সম্পূর্ণ চার্জে রেঞ্জ পাওয়া যাবে ২০০-২২০ কিলোমিটার। যদি আমরা লঞ্চের তারিখ বলি তাহলে এখনও এটি উৎপাদন পর্যায়ে রয়েছে। হয়তো ২০২৪ সালের শেষের দিকে এই বাইকটি বাজারে লঞ্চ করা হবে। আর লঞ্চের ৩ থেকে ৪ মাস আগে শুরু হতে পারে প্রি-বুকিং।

দাম: এই বাইকটির দাম শুরু হতে পারে ২ লক্ষ টাকা থেকে। তবে সম্পূর্ণ তথ্য আনুমানিক, যতদিন না পর্যন্ত সংস্থার তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হচ্ছে ততদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *