Ola: মাত্র ৯৯৯ টাকা দিয়ে বুক করুন অত্যাধুনিক ফিচারস যুক্ত এই নতুন ইলেকট্রিক স্কুটার, জলদি করুন অফার সীমিত সময়ের জন্য

Spread the love

মুদ্রাস্ফীতির বাজারে বর্তমানে পেট্রোলের দাম আকাশছোঁয়া। তাই পেট্রোলের খরচ বাঁচানোর জন্য ইলেকট্রিক স্কুটার নিতে পারেন। পেট্রোলচালিত গাড়িগুলির থেকে এটি কোন অংশে কম নয়। এই স্কুটারটি মাঝ বয়সী মহিলাদের জন্য দুর্দান্ত। স্কুটারটি দেখতেও সুন্দর এবং দারুন সার্ভিস দেয়।

এছাড়াও স্কুটারটিতে রয়েছে অত্যাধুনিক ফিচারস। একদিকে স্কুটারটি জ্বালানির খরচ বাঁচায় আবার অন্যদিকে এতে শব্দ দূষণও হয় না। এবার বাজারে এলো নয়া ইলেকট্রিক স্কুটার। চলুন এর সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এই নতুন ইলেকট্রিক স্কুটারটির নাম হল Ola Electric S1। স্কুটারটির বাজারমূল্য হল ৮৪’৯৯৯ টাকা। এই স্কুটারটি আপনি কেবলমাত্র ৯৯৯ টাকা দিয়ে বুকিং করতে পারবেন। এছাড়াও আরেকটি স্কুটার হল OLA S1 PRO, যার দাম ১,৩৯,৯৯৯ টাকা। আবার আরো একটি স্কুটার Ola S1 এর দাম হল ৯৯,৯৯৯ টাকা।

PAN Card নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন সরকার, না মানলেই গুনতে হবে মোটা অঙ্কের টাকা! বিপদে পড়ার আগে এখনি জেনে নিন

How to win Lottery: বদলে গেল লটারি ড্র-এর নিয়ম! নয়া নিয়মে লটারি কাটার গোপন ট্রিকস এখনি জেনে নিন

মাত্র ২ টাকার পুরনো নোটের বদলে পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা! এইভাবে জিতে নিন ফায়দা

UIDAI: এবার বাচ্চার জন্মের সাথে সাথেই বার্থ সার্টিফিকেটের সঙ্গে পাবেন আধার কার্ড! জনগণের সুবিধার্থে নয়া নিয়ম নিয়ে এলো সরকার

এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে 36L bootspace, এখানে বাজার থেকে আপনি অনেক জিনিস কিনে স্টোর করে রাখতে পারবেন। এর মধ্যে জিনিসপত্র সংরক্ষণের দারুন স্পেস রয়েছে, যার কারণে আপনার জিনিসপত্র জলে ভিজবে না।

চোখ ধাঁধানো চমৎকার রং স্কুটারগুলিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও Hyper mode acceleration রয়েছে স্কুটারটিতে। সর্বোচ্চ ঘণ্টায় ১১৬ কিমি পর্যন্ত যেতে পারবে এই স্কুটারটি।

আপনি স্কুটারটি সারারাত চার্জ দিলেই সারাদিন ব্যবহার করতে পারবেন। স্কুটারটিতে রয়েছে ARAL Certified ব্যাটারি। স্কুটারটির ওজন মাত্র ৯৯ কিলো। যার কারণে আপনি খুব সহজেই এটি হ্যান্ডেল করতে পারবেন।

এছাড়াও রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। এছাড়াও আপনি স্কুটারটিতে পাবেন Disc Brake Systems, Superior Chassis, Rear mono Suspension প্রভৃতি। এবার তাহলে আর দেরি না করে কেবলমাত্র ৯৯৯ টাকা দিয়েই বুক করে ফেলুন এই নতুন ইলেকট্রিক স্কুটারটি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *