Oppo SmartPhones: ভিভো-রিয়েলমিদের টেক্কা দিতে সস্তায় জোড়া স্মার্টফোন আনছে OPPO, তুখোড় ক্যামেরার সঙ্গে থাকবে ফাটাফাটি ফিচারস

Spread the love

Oppo SmartPhones: এখন দেশজুড়ে চিনা সংস্থার ফোনের রমরমা…OPPO, VIVO, REALME এর মত ব্র্যান্ডগুলি প্রতিমুহূর্তেই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। তবে পুজোর আগে গ্রাহকদের নজর কাড়তে এবার প্রস্তুত oppo. সম্প্রতি শোনা যাচ্ছে এই কোম্পানিটি বর্তমানে তাদের A series-এ আরো দুই মডেল যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে যাদের নাম Oppo A2x ও A2m. এই দুটি ফোনকেই এখন টেনা সার্টিফিকেশন ওয়েবসাইটে একই ধরনের স্পেসিফিকেশন এর সাথে দেখা গেছে।

Oppo A2x ও A2m- PJU110 এবং PJS110 মডেল নম্বর সহ যথাক্রমে A2m ও Oppo A2x ফোন দুটি চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। উভয় ফোন খুব শীঘ্র চিনা বাজারে উন্মোচিত হবে বলে খবর। হ্যান্ডসেটগুলির রেন্ডারও এই লিস্টিং এ প্রকাশিত হয়েছে।

Specification: টেনার লিস্টিং অনুযায়ী আসন্ন Oppo ফোনগুলিতে ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে যা এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে। দুই ফোনেই থাকবে ২.২ গিগাহার্টজ অক্টোকোর প্রসেসর। আশা করা হচ্ছে এটি ৮/১২ জিবি Ram এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত হবে।

ব্যাটারির প্রসঙ্গে বললে এতে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। আর সফটওয়্যার ক্ষেত্রে দুটি ফোনই android 13 অপারেটিং সিস্টেমে রান করবে। ফটোগ্রাফির জন্য উভয় মডেল এ দেওয়া হবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

উল্লেখ্য সংস্থার তরফ থেকে এই দুটি ফোন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনরকম তথ্য সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে এর দাম রাখা হতে পারে 12500 টাকার মধ্যে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *