Prison: মাত্র ৫০০ টাকা খরচে মিলবে একরাত জেলে থাকার সুবর্ণ সুযোগ

Spread the love

নিজের ইচ্ছায় জেলে যেতে কেউই চান না। কেউই জেলের পোশাক পরে, জেলের খাবার খেয়ে কাটাতে চান না। কারণ জেল কোনো উপভোগ্য স্থান নয়, এটা শাস্তির জায়গা। কিন্তু বর্তমানে এক জেল কর্তৃপক্ষ শীঘ্রই জেলে থাকার ব্যবস্থা করছে। না, কোনো অপরাধ করে নয় বা শাস্তি পেয়ে নয়।

আসলে জেলে রাত কাটাতে চাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই তাদের জেলে রাত কাটাতে চাওয়ার চাহিদা পূরণ করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা নিজের ইচ্ছায় জেলে রাত কাটাতে চাইছেন তাদের চাহিদার কথা মাথায় রেখে জেল কর্তৃপক্ষ জেলে এক রাতের জন্য 500 টাকা ভাড়া করেছে। মানুষ দুটো কারণের জন্য জেলে রাত কাটাতে আগ্রহী হয়েছেন।

অনেক সময় জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষী হাত দেখে বা কুষ্টি বিচার করে বলেন, যে সেই ব্যক্তির জেলে যাওয়া প্রায় নিশ্চিত। তবে সেই ফাঁড়া কাটাতে হলে জেলে এক রাত কোনোভাবে কাটিয়ে ফেললেও চলবে। তাই এই ফাঁড়া কাটানোর জন্য অনেকেই চাইছেন একটা রাত খরচ করে হলেও জেলে কাটাতে। এছাড়াও একদম অন্যরকম অভিজ্ঞতা লাভ করার জন্য পর্যটকদের একাংশ জেলে রাত কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

তাই উত্তরাখণ্ডের হল্দওয়ানি জেলে এবার ৫০০ টাকায় এক রাত জেলে কাটানোর ব্যবস্থা করা হচ্ছে। জেলের ফাঁকা জমিতে জেল তৈরি করা হচ্ছে। তবে আসল জেলের সঙ্গে এই জেলের কোনও ফারাক নেই। সেই জেলে রাত কাটাতে চাইলে জেলের পোশাকও পাওয়া যাবে। এছাড়াও জেলের খাবার খেতে চাইলে, জেলের ক্যান্টিনে বন্দিদের জন্য তৈরি খাবারও মিলবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *