Prosenjit Chatterjee: মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ? ফাঁস হল বুম্বাদার রেজাল্ট

Spread the love

টলি পাড়ার জনপ্রিয় অভিনেতার কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসবে বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) নাম। তিনিই ইন্ডাস্ট্রি। টলি পাড়া একসময় তার আঙুলের খোঁচায় চলত। টলিউডকে একসময় তিনি চালাতেন তার অভিনীত সিনেমা দিয়ে। বর্তমানে ধারাবাহিক অভিনয় থেকে বেরিয়ে তিনি নানান ধরনের চরিত্রে কাজ করছেন। যার মধ্যে বেশিরভাগ ছবিই জনপ্রিয়।

অভিনয় জীবনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১০০তে ১০০ পেলেও অনেকসময় মানুষ মনে করেন সিনেমা জগতের সঙ্গে যারা যুক্ত তারা পড়াশোনায় বিশেষ নম্বর তুলতে পারেন না। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পড়াশোনাতে কেমন তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। কিন্তু পড়াশোনাতে যে বেশ ভালো ছিলেন তিনি তা তার রেজাল্ট দেখলেই স্পষ্ট হয়।

টলি পাড়ায় খুব অল্প বয়সে শিশু শিল্পী হিসেবে পা রেখেছিলেন প্রসেনজিৎ কিন্তু পড়াশোনার সঙ্গে আপোষ করেননি তিনি। পড়াশোনা নিজের মতন করে চালিয়ে গিয়েছিলেন। অভিনয় জগতে তিনি যেমন সেরা তেমনই পড়াশোনাতেও ছিলেন সেরা। সম্প্রতি প্রকাশ পেয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল। আর সেই প্রসঙ্গে উঠে এসেছে অভিনেতার রেজাল্ট।

মাধ্যমিকে অভিনেতা কত পেয়েছিলেন তা জানেন! প্রসেনজিৎ নিজে জানিয়েছেন তিনি পড়াশোনাতে বেশ ভালো ছিলেন। মাধ্যমিকে তার ৬০ শতাংশ নম্বর ছিল। তখনকার দিনে ৬০ শতাংশ নম্বর অনেকটাই। অভিনেতা সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশোনা করেছেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি যে পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন তা স্পষ্ট।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *