QJ Motor: Royal Enfield-কে হার মানাতে লঞ্চ করলো QJ Motor রেট্রোর মোটরসাইকেল, দাম শুনলে এখনি কিনতে যাবেন

Spread the love

সম্প্রতি চীনের জনপ্রিয় টু হুইলার ব্র্যান্ড কিউজে মোটরস (QJ Motors) ভারতে পা রেখেছে। ভারতের পদার্পণ করা মাত্রই কোম্পানিটি একসাথে চারটি ভিন্ন সেগমেন্টের মোটরবাইক লঞ্চ করেছে। সেগুলি হল-SRC 250,SRV 300,SRK 400,SRV 500। তবে আজকের এই প্রতিবেদনটি হল SRV 500-এর বিষয়ে। তাহলে আসুন জেনে নেওয়া যাক QJ SRV 500 সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য।

SRV 500 তৈরি করা হয়েছে Benelli Imperiale 400 এর ওপর ভিত্তি করে। বাইকটিতে রয়েছে একটি বৃহৎ ইঞ্জিন। এছাড়া বাইকটির ডিজাইনের সম্বন্ধে বললে, বাইকটিতে একটি টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক ব্ল্যাক পেইন্টেড ইঞ্জিন এবং ট্রান্সমিশন কেসিং, ৯-স্পোক ব্ল্যাক অ্যালয় হুইল এবং একটি সিঙ্গেল সাইডেড ক্রোম এগজস্ট পাইপ রয়েছে। এই বাইকটির সিটের পেছনে ব্যাকরেস্ট নেই। তবে বাইকটির দুপাশে ক্রোম ফিনিশড গ্রিপ রয়েছে।

এছাড়াও এতে দেওয়া হয়েছে গোলাকৃতি হেডল্যাম্প ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ। এই বাইকটি দৈর্ঘ্যে ২,৭১০ মিমি, প্রস্থে ৮২০ মিমি ও উচ্চতায় ১,১২০ মিমি। গাড়িটির হুইলবেস ১,৪৪০মিমি, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি। ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ১৫.৫ লিটার। কার্ব ওয়েট ২০৫ কেজি। এটিতে আবার ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। এছাড়াও গাড়িটিতে ৪৮০সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার রয়েছে।

IPhone 15 Ultra: এই প্রথম ডুয়েল সেলফি সহ ক্যামেরার সাথে লঞ্চ করতে চলেছে IPhone 15 Ultra, ফাঁস হল দাম ও ফিচারস

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

বাইকটি ৫,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৫.৫ এইচপি পাওয়ার এবং ৪,২৫০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক উৎপন্ন করবে। এছাড়াও বাইকটির ইঞ্জিন ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত। এই বাইকটি সিলভার ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক এবং রেড হোয়াইট রঙে উপলব্ধ রয়েছে। এই বাইকটির এক্স শোরুম মূল্য হল যথাক্রমে- ২.৬৯ লাখ, ২.৭৯ লাখ।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *