Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

Spread the love

ভারতীয় রেল এশিয়ার সবথেকে বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন কয়েক লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করে। ভারতীয় রেলের নেটওয়ার্কে একদিকে রয়েছে অসংখ্য লোকাল ট্রেনের রুট আবার অন্যদিকে রয়েছে এক্সপ্রেস ট্রেনগুলির রুট। একাধিক লোকাল ট্রেনের রুট দেশের সবকটি ডিভিশন থেকে ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম্য এলাকাগুলোতেও। হাওড়া ও শিয়ালদা থেকে একাধিক রুটে লোকাল ট্রেন চালানো হয়।

এছাড়াও হাওড়া থেকে তারকেশ্বর লাইন, ব্যান্ডেল, বর্ধমান, পাঁশকুড়া, খড়গপুর, কাটোয়া লাইনেও চালানো হয় লোকাল ট্রেন। আবার অন্যদিকে শিয়ালদা থেকে হাসনাবাদ, রানাঘাট ,বনগাঁ, গেদে, নামখানা, বজ বজ লাইনেও লোকাল ট্রেন চালানো হয়। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করে থাকেন, তারা প্রত্যেকেই জানেন লোকাল ট্রেনে মারাত্মক রকমের ভিড় হয়।

আবার কোন কোন সময় এমন সাংঘাতিক ভিড় হয় যে পা ফেলাও দুষ্কর হয়ে দাঁড়ায়। এরকম পরিস্থিতিতে লোকাল ট্রেনে, সাধারণত শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সিটে সবসময় চারজন যাত্রীকে বসে যেতে দেখা যায়। যিনি চার নম্বর জায়গায় বসে থাকেন তিনি কোনমতেই বসতে পারেন। যাত্রীরা নিজেদের সুবিধামতোই চারজনের বসার জায়গা করে নেন । বছরের পর বছর ধরে এমন মনোভাব বজায় রেখে চলেছেন রেলযাত্রীরা।

VIDEO: কলিযুগের ‘বিদ্যাসাগর’! প্রকাশ্য রাস্তার আলোতে ফুটপাতে বসে পড়াশোনা করছে এক যুবতী, দেখে মুগ্ধ নেটিজেনরা

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

Mashla Papad: চালের গুঁড়ো দিয়ে এইভাবে বানান মশলা পাঁপড়, যা একবার খেলে জাস্ট প্রেমে পরে যাবেন

তবে এবার রেলের তরফ থেকে জানানো হয়েছে, রেলের কোন নির্দিষ্ট লিখিত নিয়ম নেই সিটে বসা নিয়ে। তবে যে সিটগুলিতে চারজন যাত্রী বসেন, আসলে সেগুলি তিনজনের সিট। এই কারণে সিটের সংখ্যাও থাকে তিনটি করে। কিন্তু তাও এই তিনজনের সিটে চারজন বসে যেতে পারেন, তা কেবলই যাত্রীদের বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখার জন্যই।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *