আবারো বদলাতে চলেছে 500 টাকার নোট, বড় পরিকল্পনা নিতে চলেছে RBI!

Spread the love

আমাদের দেশে আজ থেকে প্রায় ছয় বছর আগে নোটবন্দির ঘটনার কথা সকলেরই জানা। ভারতের সব নাগরিক ২০১৬ সালে নোটবন্দির সাক্ষী ছিল। RBI আরও একবার পুনরায় নোটের বদল আনতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, ৫০০ টাকার নোটের কিছু পরিবর্তন ঘটতে চলেছে। আমরা সবাই ৫০০ টাকার নোট ব্যবহার করে থাকি। তাই সেই পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানা উচিত।

বর্তমানে যে নোটগুলি সারা দেশ জুড়ে চলছে সেগুলো নিয়ে এখন প্রশ্ন তুলছে বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্ট চলতি কয়েন ও নোটগুলিকে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কি করে আরো বেশি সহায়ক করে তোলা যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ দিতে বলেছে। দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়ক করে তোলার জন্য নোটকে আরো বেশি আপডেট করা যেতে পারে।

কিছুদিন আগেই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে নোটের। নোটগুলোর স্পর্শের ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছে মূলত RBI। এরফলে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নোটের মধ্যের পার্থক্য বুঝতে পারবেন খুবই সরলভাবে। সাধারণত নোটের এই পরিবর্তন বিশেষজ্ঞদের পরামর্শ মতই নেওয়া হয়েছে। সম্প্রতি MANI অ্যাপও আপডেট করা হয়েছে RBI এর তরফ থেকে।

প্রথমে এই অ্যাপে কেবলমাত্র ইংরেজি ও হিন্দি ভাষাই উপলব্ধ ছিল ।এখন বর্তমানে এই অ্যাপে অসমীয়া, উর্দু ,বাংলা, গুজরাটি, মালায়ালাম ,মারাঠি ,উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু ছবি দিয়ে ভাষাও উপলব্ধ থাকবে। এই অ্যাপটির সুবিধা আপনি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। ২০২০ সালে RBI একটি চালু করেছিল। বিশেষত দৃষ্টির ক্ষেত্রে সক্ষম ব্যক্তিরা যাতে খুব সহজেই নোট চিনতে পারে সেই কারণেই এই অ্যাপটি চালু করা হয়েছিল। এই অ্যাপটি ভয়েসের মাধ্যমে জানিয়ে দেয় ব্যক্তির হাতে থাকা নোটটি কত টাকার নোট। এর ফলে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পক্ষে নোট সনাক্তকরণ অনেকটা সরল হয়ে যায়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *