Realme 11X 5G: চোখের নিমিষে হবে চার্জ, বাজার তোলপাড় করতে আসছে Realme 11X 5G স্মার্টফোন

Spread the love

খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে ‘Realme 11X 5G’। যদিও এখনই সংস্থার তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে এই স্মার্টফোনটি আসতে চলেছে। মনে করা হচ্ছে এই ফোনটি ২টি স্টোরেজ এবং ২টি রঙের অপশনে উপলব্ধ হবে।

রঙগুলি হলো মিডনাইট ব্ল্যাক এবং পার্পেল ডন। অন্যদিকে যদি আমরা স্টোরেজ ভ্যারিয়েন্ট দেখি তাহলে সেটি হতে পারে ৬ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ।

আনুমানিক ফিচার্স:

৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে থাকবে Mediatek Dimensity 6100+,ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। যদি আমরা ক্যামেরা দেখি তাহলে সেখানে পাওয়া যাবে ১০০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে পাবেন ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী। উল্লেখযোগ্য, বর্তমানে ‘Realme 11’ সিরিজের দুটি মডেল উপলব্ধ রয়েছে ভারতীয় বাজারে। যেগুলি হলো ‘Realme 11 Pro’ এবং ‘Realme 11 Pro+’। খুব শীঘ্রই সেই তালিকাতে যোগ হবে ‘Realme 11X 5G’।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *