Realme Narzo 60x: আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ হতে চলেছে Realme Narzo 60x স্মার্টফোন, ফিচারসে কি কি চমক রয়েছে?

Spread the love

Realme Narzo 60x: সম্প্রতি ‘Realme’ সংস্থা জানালো তাদের পরবর্তী স্মার্টফোন ‘Realme C51’ লঞ্চের তারিখ। জানা গিয়েছে ভারতে এই ফোনটি ৪ঠা সেপ্টেম্বর লঞ্চ করা হবে। একইসাথে একটি টিজারের মাধ্যমে তাদের পরবর্তী আরও একটি স্মার্টফোন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। জল্পনা থেকে শোনা যাচ্ছে তাদের ‘Narzo’ সিরিজের এই পরবর্তী ফোনটিকে ‘Narzo 60x’ নামে বাজারে আনা হতে পারে।

যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানা যায়নি। এর আগে ভারতে তাদের এই সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছিল যেগুলি হলো ‘Narzo 60’ এবং ‘Narzo 60 Pro’। তাই মনে করা হচ্ছে এই সিরিজেই পরবর্তী ফোনটি আনা হবে আর সেটির নাম হতে পারে ‘Narzo 60x’।

আগস্ট মাস শেষ, তাই মনে করা হচ্ছে এই ফোনটি সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। সেদিক দিয়ে দেখতে গেলে এই ফোনটি ‘Realme 11x 5G’ এর রিব্র‍্যান্ডেড ভার্সন হতে পারে। আসুন তাহলে এই ফোনের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, যেটি ৯০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে প্রসেসর হিসেবে রয়েছে Dimensity 6100 Plus চিপসেট।

ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। যেখানে ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম, এছাড়া ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরা দেখতে গেলে এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী। বর্তমানে এই ফোনটির প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *