Realme: Samsung-কে টক্কর দিতে সবচেয়ে সস্তায় ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme, জেনে নিন ফিচারস

Spread the love

বর্তমানে রিয়েলমি কোম্পানি ভারতীয় বাজারে খুব কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি খুব শীঘ্রই রিয়েলমি তাদের একাধিক সিরিজের আওতায় নতুন কয়েকটি স্মার্টফোন ভারতীয় মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা করছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, আগামী দিনে রিয়েলমি’র কোন কোন নতুন মডেল বাজারে আসতে চলেছে।

সম্প্রতি realme এর ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা নতুন কয়েকটি স্মার্টফোনের পাশাপাশি একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রথমেই আসা যাক জিটি নিও সিরিজের বিষয়ে, realme কোম্পানি তাদের এই সিরিজটি লেটেস্ট মডেল হিসেবে নতুন realme জিটি নিও 5 লঞ্চ করার পরিকল্পনা করেছে।

এছাড়াও কোম্পানিটি এখন থেকে বছরে দুটি করে জিটি নিও সিরিজের মডেল বাজারে লঞ্চ করবে বলে পরিকল্পনা করছে। এই মুহূর্তে এর সবচেয়ে আকর্ষণীয় লঞ্চ প্ল্যান হলো একটি নতুন ফোল্ডেবল ফোন। তিনি আরোও জানান, নতুন বাজেট রেঞ্জের এই ফোল্ডেবল স্মার্টফোনের উপরেই বর্তমানে কাজ চলছে। তবে realme কোম্পানি এই নতুন ডিভাইসটির জন্য কোনও সম্ভাব্য লঞ্চ টাইম এখনো অব্দি প্রকাশ করেননি।

IPhone 15 Ultra: এই প্রথম ডুয়েল সেলফি সহ ক্যামেরার সাথে লঞ্চ করতে চলেছে IPhone 15 Ultra, ফাঁস হল দাম ও ফিচারস

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

এছাড়াও এই ফোল্ডেবল স্মার্টফোনটির স্পেসিফিকেশনের বিষয়ে কোন ধরনের কোন তথ্য জানা যায়নি। সুতরাং এই স্মার্টফোনটিতে কি ধরনের ফিচার রয়েছে, ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইন দেখা যাবে কিনা সে সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *