Dog Pee: গাড়ির চাকা দেখলে কেন কুকুরা প্রস্রাব করে? প্রায় বেশিরভাগ লোকজনেরাই উত্তর দিতে পারেন নি

Spread the love

সকলেই কুকুর ভালোবাসে। পোষ্য প্রাণীদের মধ্যে মানবজাতির সবথেকে প্রিয় প্রাণী হল কুকুর। আমরা সকলেই জানি কুকুর খুব বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী। কুকুর মনিবের বাড়ি পাহারা দেয় এবং তার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পুরো বাড়ি মাতিয়ে রাখে। কুকুরকে অনেকেই বাড়িতে সন্তানস্নেহে লালন পালন করে থাকে। বহুকাল ধরেই কুকুর মানুষের সঙ্গী।

ভারতের প্রধান মহাকাব্য মহাভারতেও শেষ যাত্রার সময় যুধিষ্ঠিরের সঙ্গী হয়েছিলেন স্বয়ং ধর্ম, তাও এই কুকুরের রূপেই। আমাদের দেশে বিদেশি জাতি ও মিশ্র জাতির পাশাপাশি রাস্তাঘাটেও প্রচুর সংখ্যক দেশী জাতের কুকুরও দেখা যায়। রাস্তার কুকুরদের বেশ কিছু নির্দিষ্ট আচরণ করতে লক্ষ্য করা যায়।

কিছু কিছু জিনিস এমন আছে যা বহু কাল ধরে চলে আসলেও মানুষ তার কারণ খুঁজে পায় না অথবা কারণ খুঁজে বের করার চেষ্টাও করেন না। বহুকাল ধরেই রাস্তার কুকুরদের একটি আচরণ করতে দেখা যায়। সেটি হল রাস্তার কুকুরেরা কোন গাড়ি দাঁড়িয়ে থাকলে সেখানে এসে সেই গাড়ির চাকায় প্রস্রাব করে দেয়। হয়তো এ বিষয় নিয়ে কেউই খুব একটা ভাবেন না। কিন্তু আসলে এর পিছনে একটি যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

Beauti Tips: মাত্র একবার চুমু খেলেই বাড়বে ত্বকের দারুণ জেল্লা! কিভাবে দেখুন

কম বয়সি ছেলেরা কেনো বৌদিদের প্রতি আকৃষ্ট হয়? কারণ শুনলে চমকে যাবেন

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

VIDEO: কলিযুগের ‘বিদ্যাসাগর’! প্রকাশ্য রাস্তার আলোতে ফুটপাতে বসে পড়াশোনা করছে এক যুবতী, দেখে মুগ্ধ নেটিজেনরা

বিভিন্ন তথ্য অনুসারে, কুকুরের রবারের গন্ধ ভীষণ পছন্দের। সেই কারণেই গাড়ির চাকায় থাকা রবারের গন্ধ ওই স্থানের চারপাশে থাকা কুকুরকে আকৃষ্ট করে। আর তখনই ওই রাবারের গন্ধে আকৃষ্ট হয়ে কুকুরটি গাড়ির চাকায় মূত্রত্যাগ করে। এছাড়াও একটি কুকুর গাড়ির চাকায় প্রস্রাব করে নির্দিষ্ট একটি গন্ডি তৈরি করতে চায়, যার ফলে ওই একই স্থানে অন্যান্য কুকুরেরাও এসে যাতে মূত্র ত্যাগ করে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *