লাল রং দেখলে ষাঁড় রেগে যায় কেন? বহু লোকেই সঠিক উত্তর দিতে পারেননি

Spread the love

লাল রং অনেকেরই পছন্দের রং আবার অনেকেরই অপছন্দ। ভালোবাসা ও হিংসা দুইয়েরই প্রতীক বহন করে লাল। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় বিপদের চিহ্ন হিসেবেও এটি ব্যবহার করা হয়ে থাকে। মানুষের মধ্যে অনেকের যেমন লাল রং তেমন পছন্দের নয় ,সেরকমই পশু পাখিরাও এই রংকে এড়িয়ে চলে। আমরা সবাই জানি ষাঁড় লাল রং পছন্দ করেনা ।কিন্তু কেন , কি কারনে, লাল রঙের সাথে ষাঁড়ের শত্রুতা জানেন কি?

পশুদের মধ্যে হিংস্র ও ক্ষিপ্ত প্রকৃতির পশু হলো ষাঁড়। স্পেনে ষাঁড়কে নিয়ে ম্যাটাডোর নামে একটি খেলার প্রচলন রয়েছে। এই খেলায় একজন ব্যক্তি লাল রংয়ের কাপড় নিয়ে ষাঁড়ের সামনে দাঁড়িয়ে থাকে এবং সেই লাল রং দেখে ক্ষিপ্ত গতিতে তেড়ে আসে ষাঁড়টি। স্পেনে এই খেলাটি বেশ জনপ্রিয়। তাহলে কি ষাঁড় লাল রঙ একেবারেই পছন্দ করেনা ?এই নিয়ে রয়েছে বিভিন্ন রকম মতভেদ।

আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এত রঙ থাকতে কেন লাল রং ব্যবহার করা হয়। বিজ্ঞানীদের মতে তৃণভোজী প্রাণীদের লাল রং গ্রহণ করার সহ্য ক্ষমতা নেই। লাল রং প্রাণীদের কাছে হল ধূসর রঙের দেখতে লাগে। লাল রংয়ের উজ্জ্বলতাও খুব বেশি। তাই লাল রংয়ের কাপড় দেখিয়েই ষাঁড়কে আক্রমণাত্মক হিসেবে গড়ে তোলা হয়।

এর জন্য অনেক আগে থেকেই ষাঁড়কে ট্রেনিং দেওয়া হয়। ষাঁড়টি উত্তক্ত হয়ে তেড়ে আসে লাল রংয়ের উজ্জ্বলতা বেশি হওয়ার কারণে। এমনকি গরুর মতন নিরীহ প্রাণীও এই লাল রংকে এড়িয়ে চলে। তবে বাস্তবে লাল রং দেখলে ষাঁড় রেগে যায় কিনা তার কোনো প্রমাণ এখনো মেলেনি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *