Vida: সম্পূর্ণ ফ্রিতে চালান ৩ দিন, ভালো লাগলে মাত্র ৫ হাজার টাকায় কিনুন Hero Vida-র এই ইলেকট্রিক স্কুটি

Spread the love

বর্তমানে পেট্রোলের দাম আকাশছোঁয়া। এই কারণে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি মার্কেটে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা শুরু করেছে। ভারতীয় মার্কেটে বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা প্রচুর বৃদ্ধি পেয়েছে। টাটা থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলিও নিত্যনতুন ইলেকট্রিক গাড়ি বাজারে লঞ্চ করে চলেছে। ইলেকট্রিক গাড়ির সাথে সাথে ইলেকট্রিক বাইকের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে।

ইতিমধ্যেই ভারতের অন্যতম জনপ্রিয় বাইক ও স্কুটার নির্মাণকারী সংস্থা Hero MotoCorp তাদের প্রথম Vida স্কুটার বাজারে লঞ্চ করল। যার নাম Hero Vida V1। এই ইলেকট্রিক স্কুটারে গ্রাহকরা দুর্দান্ত সব ফিচারস পেতে চলেছে। বর্তমানে বাজারে স্কুটারটির দুটি বিকল্প উপলব্ধ রয়েছে একটি হল V1 Plus ও V1 Pro। ৩.৪৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছেন V1 Plus স্কুটারটিতে। এছাড়াও V1 Pro তে, পেয়ে যাচ্ছেন ৩.৯৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি।

১.৪৫ লক্ষ টাকা মূল্য রাখা হয়েছে Vida V1 Plus স্কুটারটির। অন্যদিকে V1 Pro স্কুটারটির দাম ১.৫৯ লক্ষ টাকা রাখা হয়েছে। কেবলমাত্র ৪,৯৯৯ টাকায় আপনি এই ইলেকট্রিক স্কুটারটি বুকিং করতে পারবেন এবং 10 অক্টোবর থেকেই স্কুটারের বুকিং শুরু হয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে চার্জ করলে 165 কিলোমিটার পর্যন্ত রাস্তা যেতে পারবে V1 Pro। এছাড়াও এটি 0 থেকে 40 km প্রতি ঘন্টা গতি তুলতে পারবে মাত্র ৩.২ সেকেন্ডে।

মাত্র ২ টাকার পুরনো নোটের বদলে পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা! এইভাবে জিতে নিন ফায়দা

TVS Motor Bike: বাজার কাঁপাতে ১২৫ সিসি ইঞ্জিনের সাথে লঞ্চ হল TVS Fiero 125 এই দুর্ধর্ষ বাইকটি, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Sixth Ocean: ছয় নম্বর মহাসাগর কোথায় রয়েছে এবং কিভাবে পাওয়া গেল এর সন্ধান?

Anand Mahindra: এবার বাড়ির ছাদে এই মেশিন বসালেই বিনামূল্যে মিলবে বিদ্যুৎ!

ইলেকট্রিক স্কুটার V1 Plus এর ফুল চার্জ রেঞ্জ 143 কিলোমিটার। স্কুটারটি ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবে মাত্র ৩.৪সেকেন্ডে। ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা এই ইলেকট্রিক স্কুটার দুটির সর্বোচ্চ গতি। সর্বোচ্চ ৭০শতাংশ পর্যন্ত বাইব্যাক প্ল্যান অফার উপলব্ধ রয়েছে V1 এর গ্রাহকদের জন্য।

এছাড়াও ৭২ ঘন্টা পর গ্রাহকদের জন্য তিন দিন পর্যন্ত টেস্ট রাইড প্ল্যান উপলব্ধ রয়েছে। গ্রাহকরা এই ইলেকট্রিক স্কুটার তিনদিন পর্যন্ত পরীক্ষা করতে পারবেন এবং তারপরে স্কুটারটি কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *