Rivot Motors: এক চার্জেই ছুটবে ৩০০ কিমি, বাজার কাঁপাতে লঞ্চ সস্তার এই দুরন্ত রেঞ্জের ঝাক্কাস ইলেকট্রিক স্কুটার

Spread the love

Rivot Motors: বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার! একবার চার্জ দিলেই ছুটবে ৩০০কিমি! বর্তমানে জ্বালানি তেলের অত্যধিক মূল্য বৃদ্ধির কারণে ক্রেতাদের নজর ঘুরেছে ইলেকট্রিক দ্বারা পরিচালিত বিভিন্ন গাড়ির দিকে। এই ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে ইলেকট্রিক স্কুটার। তাই বর্তমানে একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ইলেকট্রিক স্কুটার তৈরির দিকে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেই পথে পা বাড়িয়েই এবার বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো Rivot Motors। তাদের লঞ্চ করা এই স্কুটারটি অল্প দিনই বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

নতুন লঞ্চ হওয়া স্কুটার টির নাম Rivot NX100। ক্লাসিক, এলিট, স্পোর্টস, প্রিমিয়াম এবং অফল্যান্ডার এই ৫ টি ভ্যারিয়েন্ট এ মিলবে এই স্কুটারটি। এর থাকবে দাম ৮৯০০০ টাকার মধ্যে। বেশ কতগুলি ভিন্ন কালারে লঞ্চ করা হয়েছে এই স্কুটার। এর স্ট্রিট রাইডার ভ্যারিয়েন্টের তিনটি সাব ভ্যারিয়েন্ট আছে। ক্লাসিক, প্রিমিয়াম এবং এলিট। এই ভ্যারিয়েন্ট গুলি ব্ল্যাক, হোয়াইট, গ্রে, মিনারাল গ্রিন, পেস্তা, পিঙ্ক ও পার্পল এই কয়েকটি কালারে পাওয়া যাবে। স্পোর্টস ভ্যারিয়েন্টটি সাদা ও কমলা ডুয়াল টোনে পাওয়া যাবে। আবার অফল্যান্ডার অর্থাৎ টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ডেজার্ট কালারে পাওয়া যাবে।

সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে কর্নাটকের বেলাগাভিতে তৈরি করা এই স্কুটারটি ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী রেঞ্জ বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। তবে চাইলে তারা অধিক রেঞ্জের স্কুটারই কিনে নিতে পারেন। এই স্কুটারের রেঞ্জ রেট শুরু হচ্ছে ১০০ কিলোমিটার থেকে। ক্রেতারা এই রেঞ্জই চাইলে ৩০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। সেটা অবশ্যই নির্ভর করবে স্কুটার আরোহীর চাহিদার উপর। তবে মোট তিনটি ভ্যারিয়েন্টের উপরেl নির্ভর কররে স্কুটার আরোহী ঠিক কতটা পর্যন্ত রেঞ্জ বাড়াতে পারবেন।

এই স্কুটারের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে Rivot Motors এর ইনভার্টার প্রযুক্তি দেওয়া হয়েছে। এই স্কুটারে LiMFP ব্যাটারি প্রদান করা হয়েছে, যেটি যে কোনো তাপমাত্রায় অনায়াসে চলতে সক্ষম। IPMSM এবং SynRM টেকনোলজির মোটরের দ্বারা এই স্কুটারের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। যা অত্যন্ত উন্নতমানের। সংস্থা আশাবাদী রেঞ্জ থেকে শুরু হচ্ছে ব্যাটারী সব দিকেই স্কুটার টি ক্রেতাদের নজর কাড়বে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *