Royal Enfield: 350 CC সেগমেন্টে ভারতীয় বাজার কাঁপাচ্ছে Royal Enfield-এর এই ৩টি বাইক, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Spread the love

মোটরবাইক প্রেমিকদের কাছে ভীষণভাবে জনপ্রিয় হল রয়্যাল এনফিল্ড ৩৫০। এই বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি ট্র্যাম্প এবং বাজাজ কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড অনেক নতুন নতুন বাইক বাজারে লঞ্চ করছে। গত সেপ্টেম্বর মাসের বিক্রির পরিসংখ্যান বলে দিচ্ছে ৩৫০ সিসি সেগমেন্টে রয়্যাল এনফিল্ড রাজ করছে ভারতীয় বাজারে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন সেপ্টেম্বর মাসে বিক্রি হওয়ার রয়্যাল এনফিল্ডের তিনটি বাইক সম্বন্ধে।

Royal Enfield classic 350: বর্তমান প্রজন্মের ইয়ংস্টারদের প্রথম পছন্দ ক্লাসিক ৩৫০। এই বাইকটির এক্স শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। বাইকটি ৯টি রঙে উপলব্ধ রয়েছে। এই বাইকটিতে DOHC ইঞ্জিন দ্বারা চালিত ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার রয়েছে, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি ও ৪০০০ rpm-এ ২৭Nm পিক টর্ক জেনারেট করে। এছাড়াও এই ইঞ্জিনের সাথে রয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। বাইকটি বিক্রি হয়েছে ২৭হাজার ৫৭১ ইউনিট ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। বাইকটির ১০১ শতাংশ বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এই বছরের সেপ্টেম্বর মাসে।

Royal Enfield Hunter 350: ভারতীয় বাজারে এই বাইকটির জনপ্রিয়তা তুঙ্গে। বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই বাইকপ্রেমীদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে হান্টার 350। গত সেপ্টেম্বর মাসে এই বাইকটির বিক্রির পরিসংখ্যান দেখলে আপনি চমকে যেতে পারেন। সেপ্টেম্বর মাসে এই বাইকটি বিক্রি হয়েছে ১৬ হাজার ১১৮ ইউনিট।

Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

Royal Enfield Meteor 350: ২০২২ এর সেপ্টেম্বর মাসে তৃতীয় সর্বাধিক বেশি বিক্রি হওয়া বাইক হল Royal Enfield Meteor 350। এটি হল কোম্পানির একটি ক্রুজার বাইক। এই বাইকটি দীর্ঘমেয়াদি রাইডকে অনেক আরামদায়ক করে তোলে। এই বাইকটি গত সেপ্টেম্বর মাসে ১০ হাজার ৮৪০ ইউনিট বিক্রি হয়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *