লঞ্চ হতে চলেছে নজর কাড়া কালাফুল Samsung Galaxy A34 5G স্মার্টফোন, ফাঁস হল ছবি

Spread the love

আন্তর্জাতিক স্মার্টফোন কোম্পানি samsung ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে তারা তাদের A সিরিজের স্মার্ট ফোন লঞ্চ করবার জন্য প্রস্তুতি শুরু করেছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভারতে বেশকিছু A সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে। যেগুলি হল, galaxy A14, Galaxy A34, Galaxy A54।

এই তিনটি ফোনের মধ্যে Galaxy A34 ফোনটি খুব শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত এর লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে এবং এর স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু তথ্য সামনে এসেছে।samsung galaxy A34 ফোনটি মিড রেঞ্জের সেগমেন্টে লঞ্চ করতে চলেছে স্যামসাং।

এটি samsung galaxy A33 এর আপডেটেড ভার্সন। এই ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। এর সাথে সাথে ফোনটিতে পাওয়া যাবে ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।এছাড়া ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল।

এছাড়া ফোনটিতে সেলফির জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকছে ৫০০০ mAh ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।তবে এই ফোনটির লুক আলাদা করে নজর কাড়বে ক্রেতাদের। আপাতত এই ফোনটি চারটি কালার অপশনে উপলব্ধ। যা হলো ক্লাসিক গ্রাফাইট, সিলভার, লাইম এবং ভায়োলেট।

সিলভার কালার ভেরিয়েন্টে আলাদা করে গ্রেডিয়েন্ট ফিনিশ পাওয়া যাবে। এছাড়া ফ্রন্ট ক্যামেরার ওপরে থাকবে একটি ওয়াটার ড্রপ নচ। মনে করা হচ্ছে নতুন বছরের প্রথমার্ধে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে এই ফোনটি। ভারতীয় মুদ্রায় এই ফোনটির দাম হবে প্রায় ৩০,০০০টাকা। samsung এর পক্ষ থেকে এই ফোন সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী সপ্তাহের মধ্যে সামনে আসবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *