Stretch Mark: পেটে বিরক্তিকর স্ট্রেচ মার্ক? ঘরোয়া এই উপাদানে সহজেই দূর করুন সমস্যা

Spread the love

আপনার শরীরে যদি কোথাও সাদা সাদা দাগ বা আঁচড়ে দেওয়ার মতন সাদাটে দাগ থেকে থাকে, তবে তা হল স্ট্রেচ মার্ক। অনেক সময় শরীরের ওজন হ্রাস বা বৃদ্ধি পাওয়ার কারণেও ত্বকে এরকম দাগ হয়ে থাকে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, শরীরে পুষ্টির অভাব ঘটার কারনেও এই সমস্যা দেখা দিতে পারে।

স্ট্রেচ মার্ক নারী-পুরুষ উভয়ের শরীরেই হতে পারে। অনেকেই এই স্ট্রেচ মার্কের কারণে বিরক্ত। তবে এই সমস্যা রাতারাতি কমার নয়, কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই দাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে।আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো স্ট্রেচ মার্ক দূরীকরণের বেশ কিছু ঘরোয়া উপায়।

নারকেল তেলের সঙ্গে চিনি: স্ট্রেচ মার্কের স্থানে চিনি ঘষলে জায়গাটার এক্সফোলিয়েশন হবে। এর জন্য ১ কাপ চিনির সঙ্গে ১/২ কাপ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে দিন। মিনিট দশেক এই মিশ্রণটি স্ট্রেচ মার্কের স্থানে স্ক্রাব করুন। এই পদ্ধতিটি সপ্তাহে বেশ কয়েকবার অ্যাপ্লাই করতে পারেন।

অ্যালোভেরা জেল: স্ট্রেচ মার্ক দূর করতে অ্যালোভেরা খুবই কার্যকরী। যে জায়গাটাতে স্টেচ মার্ক রয়েছে সেই স্থানে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। নিয়মিত স্নান করার পর এটি করলে স্ট্রেচ মার্ক দূর হবে।

পাতিলেবুর রস: প্রতিদিন স্ট্রেচ মার্কের উপর পাতিলেবুর রস মাখিয়ে অন্তত 10 মিনিট রেখে দিয়ে উষ্ণ জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এটি প্রতিদিন করলে দেখবেন স্ট্রেচমার্ক ধীরে ধীরে হালকা হয়ে মিলিয়ে যাবে।

Hair Care: বন্ধুরা মজা করে চুলে চুইংগাম আটকেছে? সমস্যার সমাধান পেতে করুন এই কাজগুলি

Lifestyle: ছেলেদের এই ৭টি গোপন জিনিসের দিকেই বেশি নজর দেন মেয়েরা

Astrology Tips: নিমিষে দূর হবে অর্থনৈতিক সমস্যা, রাতে ঘুমানোর আগে লবঙ্গের সঙ্গে পোড়ান এই ছোট্ট জিনিসটি

Night Skin Care: ত্বক হবে দুধের মত ফর্সা, ঘরোয়া পদ্ধতি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত নাইট ক্রিম

•আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদেরকে তথ্য প্রদান করা। আরো বিস্তারিতভাবে জানতে হলে সর্বদা ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ নিন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *