Interview Question: বলুন তো কোন পরিক্ষায় আমরা পাশ না করে ফেল করলে ভীষণ খুশি হই? উত্তরটা খুবই সোজা

Spread the love

ইন্টারভিউ প্রশ্ন : এমন কি রয়েছে যা সকালে সবুজ, বিকালে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সবুজ দেখায়? চাকরির পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রার্থীদের বেশ কঠোর পরিশ্রম করতে হয়। প্রথমে দিতে হয় লিখিত পরীক্ষা। তবে সেই লিখিত পরীক্ষায় পাশ করার পরেই ইন্টারভিউয়ে নির্বাচিত হন প্রার্থীরা।

বলা যায় চাকরির পরীক্ষার মেইন পার্ট ইন্টারভিউ। কারণ অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই ইন্টারভিউ পার্টে এসে ব্যর্থ হন। কারণ এই ইন্টারভিউ পার্টে বুদ্ধির যাচাই করণ করা হয় প্রার্থীদের। তার জন্য তাদের করা হয় নানারকম সাধারণ জ্ঞানের প্রশ্ন। যার উত্তর বেশ সহজ হলেও প্রশ্নগুলি ধাঁধার মতো হয়। যা ভেবেচিন্তে উত্তর দিতে হয় প্রার্থীদের।

এই প্রতিবেদনে সেরকমই ইন্টারভিউ পার্টের বেশ কিছু প্রশ্ন সহ উত্তর আলোচনা করা হয়েছে। যা চাকরিপ্রার্থীদের জন্য বেশ সুবিধা হবে। তাই চলুন সেই সব প্রশ্নসহ উত্তরগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন – পৃথিবীর বায়ুমন্ডলে কত শতাংশ অক্সিজেন রয়েছে?
উত্তর – ২০.৬ শতাংশ।
২) প্রশ্ন – কোন ফলের বীজ ফলের বাইরে থাকে?
উত্তর – স্ট্রবেরি।
৩) প্রশ্ন – বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র কোনটি?
উত্তর – নেপাল।
৪) প্রশ্ন – কোন দেশে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্র।
৫) প্রশ্ন – এমন কোন প্রশ্ন রয়েছে যার উত্তর বারে বারে পরিবর্তিত হয়?
উত্তর – ঘড়িতে কয়টা বাজে?
৬) প্রশ্ন – ভারতের পশ্চিমে দিকে শেষ দ্রাঘিমা রেখাটি কোন শহরে অবস্থিত?
উত্তর – নাগপুরে।
৭) প্রশ্ন – ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীকে কোন প্রাণীকে প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে?
উত্তর- বাঘ।
৮) প্রশ্ন – স্টেনলেস স্টিল কি কি ধাতু নিয়ে গঠিত?
উত্তর – লৌহ এবং ক্রোমিয়াম।
৯) প্রশ্ন – কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর – ভিটামিন A।
১০) প্রশ্ন – কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর হয়?
উত্তর – সুইজারল্যান্ড।
১১) প্রশ্ন – জিএসটি (GST)-র সম্পূর্ণ নাম কি?
উত্তর – Goods And Service Tax।
১২) প্রশ্ন – কোন পরীক্ষায় ফেল করলে মানুষ খুশি হয়?
উত্তর – কোন রোগের পরীক্ষা করা হলে তাতে যদি রেজাল্ট নেগেটিভ আসে, তাহলে মানুষ খুশি হয়।
১৩) প্রশ্ন – কোন দেশের পতাকা উলটো দিকেও একই রকম লাগে?
উত্তর – জাপান।
১৪) প্রশ্ন – কি এমন জিনিস যা মাসে একবার আসে কিন্তু ২৪ ঘন্টা পূরণ হতেই চলে যায়?
উত্তর – তারিখ।
১৫) প্রশ্ন – এমন কি রয়েছে যা সকালে সবুজ, বিকালে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সবুজ দেখায়?
উত্তর – বিড়ালের চোখ।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *