Maruti Suzuki: TATA-কে টেক্কা দিতে নতুন দুর্দান্ত গাড়ি আনতে চলছে Maruti Suzuki, চমকে দেবে লুক ও ফিচারস

Spread the love

মাথায় হাত Tata Motors-এর, প্রতিযোগিতায় নামতে চলেছে Maruti Suzuki-র এই গাড়ি, রয়েছে নতুন লুক সহ নতুন ফিচার্স। আধুনিক যুগে লক্ষ্য করলে দেখবেন বেশ কিছু পুরোনো জিনিসকে নতুন লুকে বাজারে আনা হচ্ছে। তবে সেই তালিকা থেকে বাদ পড়ল না গাড়ির বাজারও। টাটা মোটরস, মারুতি সুজুকি সহ অন্যান্য কোম্পানিরাও তাদের পুরোনো মডেলকে নতুন লুকে বাজারে আনছে। যার দামও বেশ সস্তা। ফলে বর্তমানে গাড়ির বাজারে সংস্থাগুলির মধ্যে বেশ হাড্ডা হাড্ডি লড়াই চলছে।

তবে এবারে সেই প্রতিযোগিতায় মারুতি সুজুকি আনতে চলেছে নতুন গাড়ি S-Presso। নতুন আপডেট নিয়ে আসছে মারুতি সুজুকির এই গাড়ি। চলুন এই গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। ভারতের বাজারে বেশ চাহিদা দেখা যাচ্ছে এই এস-প্রেসো গাড়ির। শুধু ভারত নয়, ভারত সহ অন্যান্য দেশেও রপ্তানি করা হয় এই গাড়ি। তবে ২০২৩ সালে খুব শীঘ্রই S-Presso ফেসলিফট সংস্করণ ভারতের বাজারে আসতে চলেছে। যার আপডেট ভার্সনে রয়েছে নতুন লুক।

আসন্ন মারুতি সুজুকির এই গাড়িতে থাকবে নতুন নতুন বৈশিষ্ট্য। এতে পাওয়া যাবে ড্যাশবোর্ড, আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং নতুন কিছু ফিচার্স। ইঞ্জিন সম্পর্কে জানা গিয়েছে মারুতি সুজুকির এই গাড়িতে দেওয়া হবে ১.০-লিটার পেট্রোল ইঞ্জিন, যা ৫,৫০০ rpm-এ সর্বোচ্চ ৬৭ bhp শক্তি জেনারেট করবে। এর সাথে এতে ৫ স্পিড ম্যানুয়াল এবং AGS সিস্টেম দেওয়া হবে। তবে গাড়িটির আপডেট ভার্সনের নতুন পরিবর্তন সম্পর্কে জানা গিয়েছে, এই গাড়িটিতে বিশেষ করে নিরাপত্তার দিক দিয়ে বেশ নজর দেওয়া হয়েছে।

নিরাপত্তা হিসেবে এই গাড়িতে যে ফিচার্সগুলি থাকবে তা অনেকটা বর্তমান মডেলের মতো। নিরাপত্তার দিক থেকে এই এস-প্রেসোতে থাকবে ফেসলিফ্ট ৬-এয়ারব্যাগ, নিরাপত্তা কিটে রিভার্স পার্কিং সেন্সর, স্পিড অ্যালার্ট সিস্টেম, EBD সহ ABS ও সিট বেল্ট। এছাড়াও আরো অন্যান্য যে বৈশিষ্ট্যগুলি থাকবে তা হল কমান্ডিং ড্রাইভ ভিউ, কালার সেন্টার গার্নিশ, রিমোট কীলেস এন্ট্রি, অ্যাডজাস্টেবল ORVM, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ এবং স্টিয়ারিং মাউন্ট করা অডিও এবং ভয়েস নিয়ন্ত্রণ সহ ৭-ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। তবে এই গাড়ি কবে লঞ্চ হবে তা জানা যায়নি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *