‘পথের পাঁচালী’র সেই ছোট্ট অপুকে মনে আছে? বয়সের ভারে এখন কোথায় কিভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা?

Spread the love

সত্যজিৎ রায় (Satyajit Roy)পরিচালিত বিখ্যাত ছবি ‘পথের পাঁচালীতে’ (Pather Panchali)এক সময় তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। তারপর থেকে তাকে আর কোন ছবিতে অভিনয় করতে লক্ষ্য করা যায়নি। কোথায় আছেন তিনি , কিভাবেই বা দিন কাটছে তার? আজকে আমরা এই বিষয়ে আলোকপাত করব। সত্যজিৎ রায়(Satyajit Roy) সেই সময় যে ধরনের ছবির প্রচলন ছিল সেখান থেকে একটু আলাদা ভিন্নধর্মী সিনেমা তৈরীর কথা ভেবেছিলেন।

সময়টা তখন ৬০ থেকে ৭০ এর দশক। সত্যিজিৎ রায় (Satyajit Roy)তখন অন্য ধরনের ছবি তৈরির পরিকল্পনা করছেন। তারই ফলস্বরূপ ছিল পথের পাঁচালী(Pather Panchali)। পথের পাঁচালীতে সুবীর ব্যানার্জি (Subir Banerjee)ছোট্ট অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল তিনি সেই সময় দাঁড়িয়ে যেসব সিনেমা তৈরি পরিকল্পনা করেছিলেন।

এর কারণ হলো খুব কম পরিমাণ টাকা নিয়ে ছবি তৈরির কাজে তিনি নেমেছিলেন। সত্যজিৎ রায় (Satyajit Roy)যাদের নিয়েই কাজ করেছিলেন তারা সবাই ছিলেন নতুন মুখ। সব রকমের বাধা-বিপত্তিকে কাটিয়ে পথের পাঁচালীর মতন সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। পথের পাঁচালীর অপু ,দুর্গাকে আজও সকলে মনে রেখেছে। প্রথমে পরিচালক এই অপু চরিত্রটির জন্য বিজ্ঞাপন দিয়েও কোন শিশু শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক রকম ভাবে খোঁজ চালানোর পর শেষমেষ পরিচালকের স্ত্রী বিজয়া তাকে অপুর খোঁজ দিয়েছিলেন। অপু চরিত্রটিতে অভিনয় করা সুবীর ব্যানার্জি(Subir Banerjee )পরিচালকের পাড়ার কয়েকটা বাড়ির পরেই থাকতেন। সত্যজিৎ রায়(Satyajit Roy) সুবীর ব্যানার্জীর (Subir Banerjee)বাবাকে কোন রকম ভাবে রাজি করিয়ে সিনেমার কাজে তাকে নিয়েছিলেন।

পথের পাঁচালীর পর আর কোন সিনেমায় অভিনয় করতে তাকে আর দেখা যায়নি। শোনা যায় তিন একটি কারখানায় নাকি ভয়ে ভয়ে কাজ করতেন। আবার এরকমও শোনা যায় কেন্দ্রীয় সরকারের কেরানী ছিলেন তিনি। তিনি বর্তমানে এখন ৭৯বছরের এক বৃদ্ধ। কোন সংবাদমাধ্যমে তা সম্পর্কে খুব একটা খবরা-খবর পাওয়া যায় না।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *