NASA: একি কাণ্ড! বিপদের আবহ তৈরি করেই কি মিটিমিটি করে হাসছে সূর্য? নাসার ক্যামেরায় ধরা পড়ল বিরল ছবি

Spread the love

সূর্য হলো পৃথিবীর সমস্ত শক্তির উৎস। সূর্য ছাড়া পৃথিবীকে কল্পনাই করা যায় না। এবার সূর্যকেই দেখা গেল হাসতে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন, এটাই সত্যি। সম্প্রতি একটি বিরল ছবি ধরা পরল নাসার সোলার ডায়নামিক অবজারভেটরিতে।

যেখানে লক্ষ্য করা যাচ্ছে সূর্যের গালে যেন টোল পরেছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে। কিন্তু সূর্যকে হাসতে দেখা গেলেও এরই মধ্যে বিজ্ঞানীরা বিপদের সংকেত লক্ষ্য করছে।

মারাত্মক বড় বিপদ লুকিয়ে আছে সূর্যের গালে দেখতে পাওয়া তিনটি কালো টোল এর মধ্যে। বিজ্ঞানীরা দাবি করছেন, ওই অংশগুলি থেকে শক্তিশালী সৌর ঝড় বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা মনে করছেন, ২৯ শে অক্টোবর অর্থাৎ শনিবার ওই সৌর ঝড় পৃথিবীর দিকেই ধেয়ে আসতে পারে। কিন্তু ওই সৌর ঝড় পৃথিবীর ওপরে আছড়ে পড়ার ফলে পৃথিবী ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোন তথ্য মেলেনি।

এই সৌর ঝড়ের চরিত্র অত্যন্ত জটিল প্রকৃতির হওয়ার কারণে যে কোন মুহূর্তেই মারাত্মক বড়ো কোনো বিপদ ঘটাতে পারে এটি। বিজ্ঞানীরা দাবি করছেন, ওই সৌর ঝড়ের ফলে পৃথিবীর চৌম্বক অক্ষের উপর প্রভাব পড়বে। এর পাশাপাশি রেডিও তরঙ্গ ও জিপিএস এর ওপরেও প্রভাব বিস্তার করতে পারে। এছাড়াও এর প্রভাব পড়তে পারে মোবাইল পরিষেবা ও সর্টওয়েভ রেডিও পরিষেবা উপরেও।

Mashla Papad: চালের গুঁড়ো দিয়ে এইভাবে বানান মশলা পাঁপড়, যা একবার খেলে জাস্ট প্রেমে পরে যাবেন

Fuchka: গাল ফুলিয়ে তো খান, কিন্তু জানেন কি ফুচকার ইংরেজি নাম কি?

Underwater Tunnel: দীঘায় এবার ‘সমুদ্রের নিচে’ তৈরি হতে চলেছে সুড়ঙ্গ, পর্যটক টানতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

এই সৌর ঝড়ের প্রভাবে পৃথিবীর কক্ষপথে যেসব উপগ্রহগুলি রয়েছে সেগুলি ধ্বংসও হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সূর্যের বুকে যে কালো গর্তগুলি লক্ষ্য করা যাচ্ছে সেগুলোকে বলা হয় করোনাল হোল।

ওই গর্ত থেকেই সৌর ঝড়ের উৎপত্তি। মারাত্মক অতিবেগুনি রশ্মি নির্গত হয় ওই গর্তগুলো থেকেই। যার প্রভাবে মারাত্মক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সৌর ঝড়ের অভিমুখ রয়েছে পৃথিবীর দিকেই।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *