TVS Raider: মাত্র ১০ হাজার টাকায় কিনুন দুর্দান্ত লুকের TVS Raider 125 এই বাইকটি, প্রতিমাসে দিতে হবে নামমাত্র EMI

Spread the love

বর্তমান দিনে তাড়াতাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠেছে বাইক। যাদের বাড়ির থেকে দূরে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয় তাদের অতি অবশ্যই প্রয়োজন একটি বাইকের। বাইকের দাম নেহাত খুব একটা কম নয়। তাই জন্য অনেকেই বাইকের দাম সাধ্যের বাইরে হওয়ায় বাইক কিনতে পারে না। বর্তমানে মধ্যবিত্তরা সকলেই একটি বাজেট মূল্যের বাইক কেনার পরিকল্পনা করছেন।

আজ আপনাদের এই প্রতিবেদনে এমনই এক বাইক সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাবো। টিভিএস কোম্পানি মাঝেমধ্যেই ১২৫ সিসি সেগমেন্টে অত্যাধুনিক ফিচারসহ বাইক লঞ্চ করে থাকে। বাইকগুলির দামও সাধ্যের মধ্যে। বর্তমানে তরুণদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে TVS Raider 125। এই বাইকটিতে অত্যন্ত আকর্ষণীয় ও দুর্দান্ত ফিচার রয়েছে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ও টিএফটি ডিসপ্লে রয়েছে।

এছাড়াও বাইকটিতে ১২৪.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার রয়েছে। বাইকটিতে ৫ স্পিড বিশিষ্ট ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। এটি ১১.২ পিক টর্ক ও ১১.২ bhp পাওয়ার উৎপন্ন করতে পারে। দিল্লিতে বাইকটির অন রোড মূল্য ১.০৩ লাখ টাকা থেকে ১.১৫ লাখ টাকা। আপনি বাইকটি কিনতে পারেন ৩টি ভ্যারিয়েন্টে। যথা, স্মার্টকানেক্ট, ডিস্ক ও ড্রাম।

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

Ola S1 Pro: দেশের সবচেয়ে সস্তা OLA কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার, দাম শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

Royal Enfield: 350 CC সেগমেন্টে ভারতীয় বাজার কাঁপাচ্ছে Royal Enfield-এর এই ৩টি বাইক, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

এই বাইকটি আপনি ফাইন্যান্সেও কিনতে পারেন। বাইকটির এক্স শোরুম মূল্য ৯৯ হাজার টাকা। বাইকটি কেনার জন্য আপনি যদি ১২ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তবে আপনাকে ১.০৩ লাখ টাকার লোন নিতে হবে।তাহলে আপনাকে প্রতিমাসে ৩,৩১৩ টাকা করে ইএমআই দিতে হবে ৩ বছর।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *