TATA Stryder: প্রতি কিমি যেতে খরচ মাত্র ৬ পয়সা, সস্তায় দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল এনে তাক লাগাল TATA

Spread the love

বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা যে কতটা তা নতুন করে বলে দিতে হয় না। তাই অনেক সংস্থায় তাদের নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে ই-বাইক লঞ্চ করে চলেছে বাজারে। আর খুব অল্প সময়ের মধ্যে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য কায়েম করেছে টাটা। বিগত কয়েক বছর ধরেই দেশের বাজারে এই সংস্থার ইলেকট্রিক গাড়িগুলির চাহিদা তুঙ্গে।

সম্প্রতি এবার নতুন ই বাইক লঞ্চ করেছে টাটা যার নাম Stryder. এরই একটি উল্লেখযোগ্য মডেল ২৭.৫ voltic 1.7. company এর তরফ থেকে জানানো হয়েছে ভারতের রাস্তার কথা চিন্তাভাবনা করেই তৈরি হয়েছে এই বাইক। তবে সব থেকে আকর্ষণীয় বিষয় এর যাতায়াতের খরচ। কারণ এই বাইকটিতে কিলোমিটার প্রতি আপনার খরচ পড়বে মাত্র ৬ পয়সা।

ব্যাটারির প্রসঙ্গে বললে Stryder এ রয়েছে ৪৮V লিথিয়াম আয়ন ব্যাটারি ও ২৫০০ ওয়াট BLDC মোটর। বাইকে উপস্থিত রয়েছেন নিত্যনতুন ফিচার্সও। Stryder voltic এ গ্রাহকরা পেয়ে যাবেন তিনটি রাইডিং মোড, অটো পাওয়ার কাট, কি এনেবেল অন/অফ সুবিধা। থাকবে ডিস্ক ব্রেক, নাইলন টায়ার, থ্রেডলেস সাসপেনশন ফর্ক, LED DISPLAY.

bike এর ব্যাটারি চার্জ হতে সময় নেবে প্রায় তিন ঘন্টা। আর স্পিডের কথা বললে বাইক নিয়ে যদি নরমাল মোডে থাকে তাহলে টপ স্পিড ২৫ কিমি/hr, হাইব্রিড মোডে থাকলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। এছাড়া টাটা গ্রুপ বাইকের ব্যাটারি ও ইলেকট্রিক মোটর এর উপর দুবছরের ওয়ারেন্টি দিয়েছে।

সব থেকে অবাক করবে এর দাম। মধ্যবিত্তদের সাধ্যের কথা ভেবেই এত কিছু ফিচার সহ বাইকটির দাম রাখা হয়েছে ২৯,৫৯৯ টাকা। তবে এটির ওপর ৭৫০০ টাকা পর্যন্ত ভর্তুকিও পেতে পারেন এটি শুধুমাত্র দিল্লি শহরে অধিবাসীদের জন্য।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *