Upcoming Two Wheelers: এবার পুজোর মার্কেট জমাতে আসছে এই ৩টি দুর্ধর্ষ বাইক-স্কুটার, মাইলেজ-ফিচারস জানলে এক্ষুনি বুকিং করতে ছুটবেন

Spread the love

Upcoming Two Wheelers: TVS গাড়ির বাজারে একটি জনপ্রিয় সংস্থা। এবার তাদের একটি নতুন মডেল আসতে চলেছে বাজারে। আর সেটি হল RTR 310। ইতিমধ্যে সংস্থার তরফে এটির নানান ঝলক সামনে KTM 390 Dukeআনা হয়েছে। আর তার মাধ্যমে দেখা গিয়েছে RTR 310 মডেলটির পিছনে রয়েছে একটি ছোটো সিট সহ একটি টেইল। পিছনের সিটটি বেশ সাধারণ আকারের এবং এটি দেখতে অনেকটা Apache RR 310-এর মতো।

শোনা গিয়েছিল, এই মডেল অ্যাপাচি মডেলের থেকে বিশেষ হেরফের হবে না। তেমনি এতে থাকছে একই ইঞ্জিন এবং হার্ডওয়্যার এবং সম্ভবত ফিচার্স। তবে যেটির পার্থক্য থাকতে পারে সেটি হল Apache RTR 310 কে শুধু আরো আরামদায়ক নয় বরং মোটামুটি আকর্ষকও হতে পারে। এছাড়া থাকতে পারে ডিজিটাল কনসোল এবং স্মার্টফোন সংযোগ করার ব্যবস্থা।

এছাড়া অ্যাডজাস্টেবল সাসপেনশন, হ্যান্ডেলবার, ফুটপেগ সহ একাধিক সুবিধা থাকতে পারে। চলতি মাসে আরও একটি আসন্ন বাইক হল KTM 390 Duke। এটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রকাশ পেয়েছে এবং মনে করা হচ্ছে KTM India চলতি মাসে এটিকে ভারতের বাজারে এনে হাজির করবে। 2024 -এর ডিজাইন থেকে শুরু করে পাওয়ার ফিগার, ফিচার, রাইডার এইড এবং এমনকি হার্ডওয়্যার সহ সবকিছুই আধুনিক। ফিচার্সের কথা বলতে গেলে, KTM-এর মডেলে নিয়ন্ত্রণ এবং রাইড মোড থাকছে।

এতে থাকছে ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ফিচার্সসহ বাইকটির দাম তবে কত হতে পারে? জানা গিয়েছে, বাইকটির এক্স শোরুম মূল্য ২.৯৭ লক্ষ টাকা। রিভার ইন্ডিও স্কুটার ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসার পর অবশেষে সেপ্টেম্বর মাসে বিক্রি হতে চলেছে৷ স্কুটারটির বিটগুলি ইতিমধ্যে সকলে দেখেছেন। মনে করা হচ্ছে, এই স্কুটারটি লঞ্চ হতে পারে ১.২৫ লক্ষ টাকায়। এতে রয়েছে ৪ kWh ব্যাটারি ও ৬.৭ kW মোটর। স্কুটারটির সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার ও এটির সম্পূর্ণ রেঞ্জ ১২০ কিলোমিটার।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *