Digha: পর্যটকদের জন্য এই দারুন সুবিধা শুরু হচ্ছে দিঘাতে! গেলে ভুলে যাবেন পুরী, গোয়া

Spread the love

সর্বপ্রথম সমুদ্রের কথা চিন্তা করতেই গোয়ার ছবি চোখে ভেসে ওঠে। আমাদের বাঙ্গালীদের সমুদ্র সৈকত বলতে সর্বপ্রথম মাথায় আসবে পুরীর নাম। দীঘা প্রাকৃতিক মাধুর্যে পরিপূর্ণ হলেও সেরকম মর্যাদা পেতে পারেনি এখনো অবধি। তবে মেরিন ড্রাইভ তৈরি করে দিঘাকে ভালো টুরিস্ট স্পট হিসেবে তৈরি করার জন্য উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার ভোলপরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এরপর থেকেই আস্তে আস্তে দিঘার উন্নতি হচ্ছে। সরকার দীর্ঘ রাস্তা তৈরি করেছে সমুদ্রের পাশেই। খুব তাড়াতাড়ি সেখানে তৈরি হতে চলেছে নতুন চার তারা হোটেল। এই প্রথম বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার দিঘাশ্রীতে চার তারা হোটেল চালু হতে চলেছে। সম্প্রতি বিখ্যাত হোটেল চেন সংস্থা ‘এপিজে সুরেন্দ্র গ্রুপ’ রাজ্য সরকারের সাথে এই নিয়ে চুক্তি করেছে। শুধুমাত্র হোটেল নয়,কনভেনশন সেন্টারও তারা সেই সঙ্গে চালাবেন।

দীঘা শংকরপুর ডেভলপমেন্ট অথরিটির কর্তৃপক্ষের ধারণা হাত বদল হওয়াতে দীঘাশঙ্করপুর আরো পেশাদারিত্বের সাথে চলবে ওই সেন্টার। সূত্র অনুসারে খবর বিদেশি পর্যটকদের জন্য এই সেন্টার চালু করা হচ্ছে। এই হোটেল বিদেশ থেকে আসা পর্যটকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। দীঘা কনভেনশন সেন্টার তৈরির কাজ ২০১৭ সালের নিউ দীঘায় সাড়ে পাঁচ একর জমির উপর শুরু হয়েছিল।

দু বছর ধরে তৈরি এই কনভেনশন সেন্টার ৭০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বাণিজ্য সম্মেলন এখানেই করার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালে। এটির নাম তিনি রাখেন ‘দীঘাশ্রী’। এখানে ৯৬০ আসনের অডিটোরিয়ামের সাথে রয়েছে এগজিবিশন হল। কোন চার তারা হোটেলের যা যা থাকা দরকার সব রকমের সুযোগ-সুবিধাই রয়েছে এটিতে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *