5 Cars: বাজেট মাত্র ৫ লক্ষ টাকা? চিন্তা নেই, দমদার মাইলেজ সঙ্গে রইল ৫টি সেরা গাড়ির হদিশ

Spread the love

5 Cars: এমন অনেকেই রয়েছেন যাদের চারচাকা কেনার ইচ্ছে রয়েছে। তবে দাম বেশি হওয়ার কারণে সেগুলি তারা কিনতে পারছেন না। শুধু তাই নয় জ্বালানী তেলের কথা পাশাপাশি গাড়ি মেইন্টেন করার কথা ভেবেও পিছিয়ে আসতে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে উপায় হলো একটি বাজেট মূল্যের গাড়ি কেনা। আজ আমরা সেরকমই কয়েকটি গাড়ির কথা তুলে ধরবো এই প্রতিবেদনে, যেগুলি আপনি ৫ লক্ষ টাকার কমেই কিনে ফেলতে পারবেন।

Maruti Suzuki Tour H1- সম্প্রতি এই গাড়িটি লঞ্চ হয়েছে, যেখানে রয়েছে ১ লিটারের ডুয়াল জেট ইঞ্জিন। যা সর্বাধিক ৬৫ হর্সপাওয়ার শক্তি এবং ৮২ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। যেখানে মাইলেজ পাওয়া যাবে ২৪.৬ কিলোমিটার প্রতি লিটার। গাড়িটির এক্স-শোরুম মূল্য ৪.৮০ টাকা-৫.৭০ লক্ষ টাকা।

Renault kwid- এতে রয়েছে ১ লিটারের ইঞ্জিন, যেখান থেকে সর্বাধিক ৫৩ হর্সপাওয়ার শক্তি এবং ৭২ এনএম টর্ক তৈরি হয়। গাড়িটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স। এতে আপনি মাইলেজ পাবেন ২১.৪ কিলোমিটার প্রতি লিটার। সুরক্ষার জন্য এতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এয়ার ব্যাগ ইত্যাদি। গাডির দাম ৪.৭০ লক্ষ-৬.৩৩ লক্ষ টাকা।

Maruti Suzuki S Presso- ‘মারুতি সুজুকি’ মানেই যে ভালো মাইলেজওয়ালা গাড়ি, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এই গাড়িতে মাইলেজ পাবেন ২৫ কিলোমিটার প্রতি লিটার। আর গাড়ির দাম শুরু হচ্ছে ৪.২৭ লক্ষ টাকা থেকে।

Maruti Suzuki Alto K10- এটি সংস্থার অতি জনপ্রিয় একটি গাড়ি। এখানে আপনি মাইলেজ পাবেন ২৫ কিলোমিটার প্রতি লিটার। আর গাড়ির দাম শুরু হয় ৪.৮৪ লক্ষ টাকা থেকে।

Maruti Suzuki Alto 800- সংস্থার সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় রয়েছে এই গাড়িটির নাম। যেখানে আপনি মাইলেজ পাবেন ২২ কিলোমিটার প্রতি লিটার। আর গাড়ির দাম ৪.২২ লক্ষ টাকা থেকে শুরু।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *