Post Office: অল্প বিনিয়োগে টাকা হবে ডবল, রইল পোস্ট অফিসের এই দুর্দান্ত ৫টি স্কিমের হদিশ

Spread the love

Post Office: পোস্ট অফিসের এই স্কিম গুলিতে পাবেন সব থেকে বেশি রিটার্ন! জেনে নিন এগুলি সম্পর্কে! কঠোর পরিশ্রম করে নিজের উপার্জিত অর্থ কে নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করার কথা ভাবেন বিনিয়োগকারীরা। বাজারে এমন বহু সংস্থা আছে যারা অর্থ বিনিয়োগে ভালো পরিমাণ টাকা রিটার্ন দেয়। কিন্তু যেখানে সেখানে অর্থ বিনিয়োগ করলেই তো হয় না। তার জন্য চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই অর্থ বিনিয়োগের নাম হলে বিনিয়োগকারীরা প্রথমেই মাথায় রাখেন পোস্ট অফিসের কথা। এটি টাকা রাখার জন্য যেরকম একটি সুরক্ষিত প্রতিষ্ঠান। ঠিক তেমনি পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা রিটার্ন ও পাওয়া যায় অনেক বেশি। জেনে নেওয়া যাক স্কিম গুলির সম্পর্কে।

১) ১। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ(PPF)- এটি মোট ১৫ বছরের জন্য অর্থ বিনিয়োগকারী একটি প্রকল্প। এই প্রকল্পের জন্য মাসিক কিস্তিতে টাকা জমা করতে হয়। তবে কেউ যদি ১৫ বছর একটানা এই প্রকল্প চালিয়ে যেতে না পারেন তবে ৫ বছর পর এই প্রকল্প থেকে বেরিয়ে আসার স্বাধীনতা তাকে দেওয়া হবে। তবে পিপিএফ স্কিম থেকে ৪ বছর পর বিনিয়োগকারী ঋণ গ্রহণের সুবিধা পেতে পারেন। যেকোনো প্রয়োজনে বিনিয়োগ শুরু করার ৭ বছর পর বিনিয়োগ করা টাকা আংশিক তুলে নেওয়ার সুবিধাও পাবেন গ্রাহকরা। বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করা যায়। বর্তমানে এই PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম টির সুদের হার ৭.১%।

২) সুকন্যা সমৃদ্ধি যোজনা- কেন্দ্র সরকারের অধীনস্থ এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বাজারের বেশিরভাগ স্বল্প সঞ্চয় স্কিমের থেকে বেশি রিটার্ন দেয় এবং সেই সঙ্গে কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে। এই স্কিমে বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করতে হয়। ৮% হারে সুদ পাওয়া যায় এই স্কিমটির মাধ্যমে। মোট ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। পরবর্তী ৬ বছর টাকা না দিলেও সুদ পান বিনিয়োগকারী।

৩) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি(NSC)- পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমটির জন্য বিনিয়োগকারীরা পাঁচ বছরের জন্য নিজের অর্থ বিনিয়োগ করতে পারেন। ৫ বছরের জন্য এই স্কিমে বর্তমানে ৭.৭% সুদ পান গ্রাহকরা। এনএসসি-র ক্ষেত্রে নিয়মিত টাকা জমা না দিলেও চলে । সাধারণত এটি একবার কিনতে হয় এবং মেয়াদ শেষে একবারেই সব টাকা পাওয়া যায়।

৪) টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা টিডি(TD)- এই স্কিমটির সাহায্যে বিনিয়োগকারীরা পোস্ট অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য টাকা জমা দিতে পারেন। ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৯% সুদ মেলে।
২ বছর এবং ৩ বছরের ক্ষেত্রে এই সুদের পরিমাণ নির্ধারিত হয় ৭.০% হারে। তবে পাঁচ বছরের ক্ষেত্রে সেটি বেড়ে হয় ৭.৫%। ৩ মাসের ভিত্তিতে এই সুদের হিসাব করা হয়।

৫) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- শুধুমাত্র বয়স্ক মানুষরাই এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। ৫ বছরের জন্য টাকা রাখলে এই স্কিম থেকে ৮.২% সুদ পাওয়া যায়। সেই কারণে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে এই স্কিমের জনপ্রিয়তা প্রবল।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *