Bande Bharat: হাওড়া থেকে চালু হতে চলেছে নতুন বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে চলবে দেখুন

Spread the love

ভারতীয় রেল ব্যবস্থাকে ভারতবর্ষের লাইফ লাইন বলা চলে। দিনে দিনে আরো বেশি আধুনিকীকরণ হয়ে চলেছে রেলের পরিকাঠামো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ভারতীয় রেলে যাত্রা করে থাকেন। এবার বিলাসবহুল Vande Bharat এক্সপ্রেস করে বেড়াতে যেতে পারবেন কলকাতা থেকে ভারতের নানান প্রান্তে। এই বিশেষ ট্রেনটির মাধ্যমে আপনি সমুদ্র অথবা পাহাড় সব জায়গাতেই যাত্রা করতে পারবেন।

এই বিশেষ ট্রেনটি চালু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। সম্প্রতি হাওড়া থেকে তিনটি রুটের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এ রকমই জানা গিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রীক কর্তৃক। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গে ঘুরতে যাবার জন্য নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছাড়বে।

আপনি পুরীর সমুদ্র সৈকত কিংবা ঝাড়খণ্ডের রাঁচিতে যাওয়ার জন্য এই ট্রেনটির ব্যবহার করতে পারবেন। ওড়িশা যাওয়ার জন্য মানুষকে শতাব্দী এক্সপ্রেসের উপরেই নির্ভর করে থাকতে হয়। এবার বন্দে ভারত এক্সপ্রেস এর মাধ্যমেই ওড়িশা যাওয়া সম্ভব।

যাত্রীদের আর শতাব্দি এক্সপ্রেসের উপর নির্ভর করে থাকতে হবে না। সূত্রের খবর অনুযায়ী, বদলে ফেলা হবে হাওড়া- ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি- ভোপাল এবং দিল্লি চন্ডিগড় এর মধ্যে চলা শতাব্দী এক্সপ্রেস গুলিকে।

সম্প্রতি জানা গিয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ৪৪টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরির চুক্তি করা হয়েছে। এছাড়াও আরো 58 টি ট্রেন টেন্ডারিং প্রসেসে রয়েছে বলে জানা গেছে। রেলের পক্ষ থেকে এখনো অবধি অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে ২৭ টি রুটেই বন্দে ভারত ট্রেন চালানো হবে।

কিন্তু সূত্রের খবর অনুসারে, ২৭ টি রুটে জনশতাব্দী এবং শতাব্দী এক্সপ্রেসকে সরিয়ে এই বিলাসবহুল নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি তাদের জায়গায় আসতে চলেছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *