পুজোর ছুটিতে মাত্র ৯০০ টাকায় ঘুরে আসুন এই ৫টি জায়গায়! চিনে নিন এখনি

Spread the love

সামনেই পুজো, আর ছুটি পেলেই ঘুরে বেড়ানোর বাতিক রয়েছে বাঙ্গালীদের মধ্যে। সবসময়ই উরু উড়ু স্বভাবের বাঙালি সামান্য ছুটি কি পেয়েছে ব্যাগপ্যাক করে ঘুরতে বেরিয়ে পড়ে। তারপর আবার মুদ্রাস্ফীতি একটু বাড়ায় পকেটের অবস্থা গড়ের মাঠ। কাশ্মীর থেকে কন্যাকুমারী বছরে অন্তত একটা ট্যুর না হলে যেন মন ভরে না।

আজ সেই ভ্রমণ প্রিয় মানুষদের কথা ভেবেই কিছু স্থানের কথা বলব যেখানে খুব স্বল্প খরচেই ছুটি কাটিয়ে আসতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে নাম গুলো জেনে নেওয়া যাক।

১.লাদাখ: বাইকে করে লাদাখের ট্রিপ বহু মানুষের স্বপ্ন। প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর জলবায়ু , চারিদিক পাহাড়ে ঘেরা লেক। ঠিক যেন স্বর্গ। অনেকে মনে করেন লাদাকে ট্যুর হয়তো অনেক খরচের। আপনাদের জানিয়ে রাখি, দৈনিক মাত্র ১৪০০ টাকায় লাদাখ ঘুরে আসা সম্ভব।

২.স্পিতি: এই নামটার সাথে অনেকেই অপরিচিত। জায়গাটিকে ‘লিটল তিব্বত ‘ নামে বেশি বিখ্যাত। নির্মল জলবায়ু ,সুন্দর পরিবেশ, পাহাড়, হিমবাহের জন্য বিখ্যাত। এখানকার খরচ মাত্র প্রতিদিনে ৯০০ টাকা।

৩.হৃষিকেশ: হৃষিকেশ অবস্থিত দেবভূমি উত্তরাখণ্ডে। জীবনের হইহট্টগোল থেকে দূরে থাকার জন্যই এখানে আসে মানুষ। ট্রেকিং ,মাউন্টেন বাইকিং , রিভার রাফটিং, রক ক্লাইম্বিং এবং বাঞ্জি জাম্পিং এর মত অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে এখানে। এখানকার দৈনিক খরচ প্রায় ১৪০০ টাকা।

৪.গোয়া: জায়গাটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। লম্বা ছুটি পেলেই সবার আগে মানুষের মাথায় আসে এই নামটি। ভারতের সঙ্গে সঙ্গে বাইরের দেশেও গোয়ার বীচ দারুন বিখ্যাত। এখানকার প্রতিদিনের খরচা ১২০০ টাকা।

আরও পড়ুন – https://goplu.in/you-can-get-this-sedan-car-for-less-than-6-lakhs-rupees/

৫.জয়সলমের: জায়গাটিতে উটে চড়ার জন্য প্রচুর লোক ভিড় জমায়। হাভেলি আর বিরাট প্রাসাদে ভর্তি শহরটি। জেনে অবাক হবেন দৈনিক ১০০০ টাকায় আরামসে ঘুরে আসা সম্ভব এখানে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *