Vivo Y56: পুজোয় ছবি উঠবে ঝাক্কাস! 5000mAh ব্যাটারির সঙ্গে সস্তায় কিনুন Vivo Y56 5G স্মার্টফোন

Spread the love

Vivo Y56: ভারতের বাজারে Vivo স্মার্টফোনের জনপ্রিয়তা বরাবরই বেশি। একের পর এক সেগমেন্টে তারা তাদের নতুন মডেল লঞ্চ করেছে। তেমনি এবার তারা একটি কম দামের ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে হাজির হয়েছে। আর সেটি হল Vivo Y56 5G। এই নতুন মডেলে রয়েছে দুর্দান্ত স্টোরেজ স্পেস। তবে কি কি রয়েছে এই মোবাইলে তা জেনে নেওয়া যাক।

নতুন Vivo স্মার্টফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে যা ২৪০৮×১০৮০ পিক্সেল রেজোল্যুশন সমর্থন করে। এর সঙ্গে এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ অক্টাকোর প্রসেসর। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তের রান করে। এছাড়া এটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়া রয়েছে ৮ জিবি বর্ধিত র‍্যাম ফিচার্স।

তবে এই ডিভাইসে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে মোবাইলের স্টোরেজ বরও বাড়ানো যায়। এটি ব্ল্যাক ইঞ্জিন ও অর‍্যাঞ্জ শিমার রঙে এটি উপলব্ধ রয়েছে। স্মার্টফোনে ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ২ মেগাপিক্সেল সেকেন্ডরি সেন্সর রয়েছে।

ব্যাটারির কথা বলতে গেলে এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি এতে ৫জি, ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করে। ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ কানেক্টিভিটি, জিপিএস ও ইউএসবি চার্জিং সাপোর্ট সহ রয়েছে একাধিক ফিচার্স।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *