Ration Card: ৬২ লক্ষ রেশন কার্ড বাতিল করল রাজ্য সরকার! আপনার নাম নেই তো এই লিস্টে?

Spread the love

স্বল্পমূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য সাধারন মানুষ পেয়ে থাকেন রেশনের মাধ্যমে। খাদ্য সংস্থানের ক্ষেত্রে এই রেশন জাতীয় দ্রব্য অভাবী মানুষজনের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণ মানুষ এই সুবিধা কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে থাকেন। রাজ্যে রেশন গ্রাহকদের কাছে এই সময় এক অতি গুরুত্বপূর্ণ সংবাদ সামনে এলো। যেখানে জানা গেছে, রাজ্য সরকার ৬২ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে।

এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিধানসভায় এরকমই তথ্য জানিয়েছেন। তার মতে ,নকল রেশনকার্ডের ফলে ক্ষতির অংক প্রায় ১,৮০০ কোটি টাকায় পৌঁছে গেছে রাজ্য সরকারের। এই 62 লক্ষ নকল রেশন কার্ড বাতিলের কারণে ক্ষতির অংকটা অনেকাংশে কমে গেছে। যেখানে দেখা গেছে ,প্রত্যেক মাসে ৯০কোটি টাকা ক্ষতির হাত থেকে বেঁচেছে রাজ্য সরকার।

এর সাথে সাথে মন্ত্রী জানান ,সব নকল রেশনকার্ড বাতিলকরণের কাজ সম্পন্ন হলে মাসে প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হবে রাজ্য সরকারের। এমতাবস্থায় অভিযোগ উঠছে, এই নকল রেশনকার্ড গুলি ব্যবহার করে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বাইরে পাঠানো হচ্ছে। এই অভিযোগ সামনে আসার পরেই রাজ্য সরকার যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করেছে। জানা গিয়েছে সব থেকে বেশি নকল রেশন কার্ড বাতিল হয়েছে দুই ২৪ পরগনা সহ মালদা ও মুর্শিদাবাদে।

এই বাতিল কার্ডগুলিকে খাদ্য দপ্তরের ওয়েবসাইটে লাল রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এবার থেকে ওই বাতিল কার্ড দেখিয়ে দোকান থেকে আর কোনো রকমের কোন খাদ্যদ্রব্য নেওয়া যাবে না। কিন্তু এত কার্ড বাতিল হলেও তার সাথে সাথেই অনেক নতুন কার্ডও তৈরি হচ্ছে। তথ্য অনুযায়ী, প্রায় ৪০ লক্ষ নতুন রেশনকার্ড তৈরি হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে এখনো প্রায় দেড় কোটি নকল রেশন কার্ড রাজ্যে বর্তমান। খাদ্যমন্ত্রী জানিয়েছেন ,”ধীরে ধীরে সব রেশনকার্ড যাচাই করে তা বাতিল করা হবে ।এই বিষয়ে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।”


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *