WhatsApp: ফের একগুচ্ছ নতুন ফিচারস আনতে চলেছে WhatsApp! কি কি সুবিধা পাবেন? জেনে নিন

Spread the love

WhatsApp: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্স! অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা! বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মেটা কর্তৃপক্ষের অধীনস্থ হওয়ার পর থেকেই মেটা এতে নানা রকম অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করে চলেছে। যার মাধ্যমে দিনে দিনে আরো আধুনিক হয়ে উঠছে এই ম্যাসেজিং অ্যাপটি। সম্প্রতি আরো একটি নতুন আপডেট দিয়ে হোয়াটসঅ্যাপের তরফ থেকে নতুন ফিচার্স নিয়ে আসা হচ্ছে। whatsapp এর মাধ্যমে শুধু ম্যাসেজ করাই নয় বরং এর মাধ্যমে ভয়েস কল এবং ভিডিও কলও করতে পারেন গ্রাহকরা। এবার নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন ৩১ জন অংশগ্রহণকারীর সঙ্গে একসাথে গ্রুপ কল এর সুবিধা উপভোগ করতে পারবেন৷

তবে জানা গেছে এই ফিচার্সের সুবিধা আপাতত কেবল iOS ব্যবহারকারীরাই পাবেন। হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং পরিষেবাকে আরো উন্নত করে তোলার জন্য নিয়ে আসা নতুন এই আপডেটটি ইতিমধ্যে iOS-এর অ্যাপ স্টোরে রিলিজ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ কল করার আগে ৩১ জনকে সিলেক্ট করতে পারবেন৷ এর আগে সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল এই ভিডিও কলে ৩২ জন পার্টিসিপেন্টসদের জন্য আপডেট দেওয়া হয়েছিল৷

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে কেবল ১৫ জন ব্যবহারকারীদের অ্যাড করা হতো। তবে এখন একসঙ্গে ৩১ জন ব্যবহারকারীরা গ্রুপ কল করায় অনেক বেশী সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা৷ কারণ ভিডিও কলের অ্যাপ হিসাবে বর্তমানে সব থেকে জনপ্রিয় অ্যাপ হল এই WhatsApp।

প্রথমে WhatsApp ওপেন করে Calls ট্যাবে গিয়ে New Call-এ যেতে হবে। সেখানেই New Group Call অপশন দেখতে পাবেন। এটি ক্লিক করতে হবে। এবার আপনার whatsapp এ থাকা কনট্যাক্ট সিলেক্ট করে যার বা যাদের সঙ্গে কথা বলতে চাইছেন তাদের একসঙ্গে কল করা যাবে। এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন বলেই মনে করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *