পুজোর ছুটিতেই মাত্র ৫০০ টাকায় ঘুরে আসুন কলকাতা থেকে নামমাত্র দূরে! একবার গেলে ভুলে যাবেন দিঘা

Spread the love

সামনে আসছে দুর্গাপূজো। আর পূজো মানেই লম্বা ছুটি। আর ছুটি পেলেই প্রাণটা হাঁসফাঁস করে ওঠে ছুটিতে ব্যাগপত্তর নিয়ে একটু ঘুরে আসার জন্য। সবার তো সবসময় বাজেটে কুলায় না।মুদ্রাস্ফীতি বাড়ার জন্য পকেটের অবস্থাও শোচনীয়। তাই খুব স্বল্প খরচে একদম আপনার বাজেটের মধ্যেই এক বা দুদিনের জন্য ঘুরে আসতে পারেন এই তিনটি জায়গা। বাস ট্রেন ,বাইক, এমনকি নিজস্ব গাড়ি করেই ঘুরে আসতে পারবেন আপনি এই জায়গাগুলো থেকে। আপনি তিনটে জায়গা থেকে ঘুরে আসতে পারবেন তাও আবার মাত্র ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

শান্তিনিকেতন: কাছাকাছি কোথাও ঘুরে আসার জন্য উপযুক্ত জায়গা হল বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত শান্তিনিকেতন। এটি একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র। আপনি যদি একটু শান্ত জায়গার খোঁজ করে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে উপযুক্ত।

কিভাবে যাবেন এখানে: ট্রেনে বা বাসে করে ঘন্টাখানেকের মধ্যেই আপনি এই নিরিবিলি, প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ ,ও মনোরম শান্ত পরিবেশে পৌঁছে যেতে পারবেন। শান্তিনিকেতনে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ,রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র স্মৃতি, সোনাঝুরি আর আছে খোয়াই নদী। এখানে থাকা খাওয়ার সব রকমের ব্যবস্থা করা রয়েছে।

কেল্লার মাঠ: কয়েক দিনের ছুটিতে হুগলি নদীর ধারে অবস্থিত কেল্লার মাঠ থেকে ঘুরে আসাটা মন্দ নয়। প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই কেল্লার মাঠ কোন বড় পর্যটন কেন্দ্রের চেয়ে কম কিছু নয়। বিশেষ করে শীতের সময় এখানে আলাদাই ভিড় লেগে থাকে। আবার এখান থেকে বকখালি যাওয়ার ব্যবস্থাও রয়েছে।

কিভাবে যাবেন: শুধুমাত্র উত্তরবঙ্গ বাদ দিয়ে রাজ্যের সমস্ত জায়গা থেকেই বাস বা ট্রেনে একদিনেই ঘুরে আসা যায় কেল্লার মাঠ। মাত্র ৫০০ টাকার মধ্যেই আপনি এখান থেকে ভ্রমণ করে আসতে পারেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *