5G SmartPhone: Redmi 12 5G নাকি Poco M6 Pro 5G, কম দামে এই দুই 5G স্মার্টফোনের মধ্যে কে সেরা?

Spread the love

কিছুদিন আগেই জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Xiaomi’ তাদের দুটি ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ করেছে। যেগুলি হলো ‘Poco M6 Pro 5G’ এবং ‘Redmi 12 5G’। দুটি ফোনই মূলত পকেটসুলভ মূল্যে আনা হয়েছে। তবে এক্ষেত্রে লক্ষণীয় দুটি ফোনের দামের মধ্যে ২,০০০ টাকার পার্থক্য রয়েছে। যদিও ফিচার্সের দিক দিয়ে অনেকটাই একই এই দুটি ফোন। এক্ষেত্রে গ্রাহকেরা চিন্তায় পড়ে যান তারা কোন ফোনটি কিনবেন। আজ আমরা ফোনগুলির তুলনামূলক আলোচনা করবো এই প্রতিবেদনে। যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি কেনা আপনার জন্য লাভজনক হবে।

Poco M6 Pro 5G

ডিসপ্লে: কর্নিং গরিলা গ্লাস-সহ ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ৯০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম।

প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপ: ১৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫,০০০ mAh ব্যাটারী।

রঙ: ফরেস্ট গ্রীন, পাওয়ার ব্ল্যাক।

দাম: ৪ জিবি র‍্যাম+৬৪ জিবি স্টোরেজ: ৯,৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ: ১১,৯৯৯ টাকা।

Redmi 12 5G

ডিসপ্লে: ৯০ হার্টজ রিফ্রেশরেটযুক্ত ৭.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যেখানে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা।

প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপ: রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।

রঙ: জেড ব্ল্যাক, প্যাস্টেল ব্লু, মুনস্টোন সিলভার।

দাম: ৪ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ: ১১,৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ: ১৩,৪৯৯ টাকা।

৮ জিবি র‍্যাম+২৫৬ জিবি স্টোরেজ: ১৫,৪৯৯ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *