Vastu Tips: ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৫টি গাছ, অর্থ লাভে বাঁধা, থমকে যাবে আয়-উন্নতি

Spread the love

বাড়িতে গাছ লাগাতে মোটামুটি সকলেই ভালবাসেন। অনেকেই আবার বাড়ির ভেতরে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজান। তবে গাছ লাগালে যে ঘরের শুধু সৌন্দর্যেরই বৃদ্ধি ঘটে তা কিন্তু নয়, ইতিবাচক শক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটে। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী শুধু গাছ লাগালেই হবে না। কিছু নির্দিষ্ট সংখ্যক গাছ আছে যেগুলি রোপন করলে ইতিবাচক শক্তির থেকে নেতিবাচক শক্তির প্রভাব অধিক পরিমাণে বৃদ্ধি পায়।

এর ফলে আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হতে পারে। এবং আপনি মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীনও হতে পারেন। তাই কোন নার্সারি বা রাস্তাঘাট থেকে গাছ তুলে নিয়ে এসে বাড়িতে রোপন করার আগে সঠিকভাবে সেটি নির্বাচন করে তারপরই গাছটি রোপন করুন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন কিছু গাছের সম্বন্ধে যেগুলি লাগালে আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন

ক্যাকটাস: কাঁটাযুক্ত এই গাছটি হলো বাধা-বিপত্তির প্রতীক। বাস্তুশাস্ত্র মতে, এই গাছ বাড়িতে লাগালে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। সংসারে ঘিরে ধরে অশান্তি, কলহ, হতাশা ও দুর্দশা।

লেবু ও আমলা: লেবু ও আমলা শরীরের পক্ষে খুবই উপকারী ।সেই কারণে চিকিৎসকেরা লেবু ও আমলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এই গাছ বাড়িতে রোপন না করাই ভালো। লেবু ও আমলার স্বাদ টক হওয়ার কারণে পারস্পরিক সম্পর্কেও মধুরতা বদলে অম্লতা ভরে যায়।

তেঁতুল: বাস্তুশাস্ত্র অনুযায়ী, অশরীরী আত্মারা তেঁতুল গাছে বাস করে। এই গাছ বাড়িতে লাগানোর ফলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে । এছাড়াও আর্থিক দুর্দশা দেখা দেয়।

বাবলা ও কার্পাস: বাবলা ও কার্পাস গাছ বাড়িতে লাগালে নেতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। এর ফলে ঘরের সুখ শান্তি বিনষ্ট হয়।

Farming Tips: বাড়ির টবে এইভাবে চাষ করুন আঙ্গুর, শিখে নিন সহজ পদ্ধতি

Kasundi: মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন টক-ঝাল কাসুন্দি, রইল রেসেপি

Astro Facts: পায়ে কালো সুতো বাঁধলে কি শনির দৃষ্টি এড়ানো যায়? কি বলছেন বাস্তুশাস্ত্ররা

Kriti Sanon: শীতে চুলের যত্নে কোনও দামী তেল নয়, কৃতি শ্যাননের পছন্দ এই প্রাচীন তেল

মেহেন্দি: বিয়ের আগে মেহেন্দি পড়ার রীতি চলে আসছে বহু বছর ধরে। মেহেন্দি পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মেহেন্দি গাছ বাড়িতে লাগানো অত্যন্ত অশুভ। এর ফলে পারস্পরিক বিভেদ ও কলহে জর্জরিত হয় পরিবার।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *