Dogs Run After Car: কুকুর কেন গাড়ির পিছনে তাড়া করে? এর পিছনের আশ্চর্যজনক কারণ শুনলে চমকে যাবেন

Spread the love

রাস্তায় বেরিয়ে কম-বেশি সবাইকেই কুকুরের ধাওয়া, অথবা ডাকতে ডাকতে তেড়ে আসা। আসলে কুকুরের সঙ্গে তো আপনার কোন শত্রুতা নেই। কিন্তু তাও কুকুর আপনার গাড়ি দেখামাত্রই গাড়ির পেছনে ধাওয়া করা শুরু করে দেয়। কিন্তু আপনি কি জানেন, কুকুর কেন গাড়ির পিছনে ধাওয়া করে?

এর আসল কারণ শুনলে রীতিমতো আপনিও অবাক হবেন। বহুকাল ধরেই রাস্তার কুকুরদের একটি আচরণ করতে লক্ষ্য করা যায়। কুকুরেরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির টায়ারে মূত্র ত্যাগ করে। আর এই প্রস্রাবের মাধ্যমেই কুকুরেরা নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে।

কুকুরদের ঘ্রাণশক্তি খুবই প্রবল হয়। কুকুরদের চিহ্নিত এলাকায় যদি কখনো এমন কোনো গাড়ি প্রবেশ করে, যেই গাড়ির গায়ে অন্য কোনো কুকুরের প্রস্রাবের গন্ধ রয়েছে তখনই ওই কুকুর ডাকতে শুরু করে দেয়। ওরা ভাবে অন্য কোন কুকুর ওদের অঞ্চলে ঢুকে পড়েছে। এই কারণেই কুকুরেরা সেই গাড়ির পেছনে ধাওয়া করে।

কম বয়সি ছেলেরা কেনো বৌদিদের প্রতি আকৃষ্ট হয়? কারণ শুনলে চমকে যাবেন

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

VIDEO: কলিযুগের ‘বিদ্যাসাগর’! প্রকাশ্য রাস্তার আলোতে ফুটপাতে বসে পড়াশোনা করছে এক যুবতী, দেখে মুগ্ধ নেটিজেনরা

Optical Illusion: আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে একটি বিড়াল! মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ

আসলে কুকুরেরা কোন সময়েই চায় না যে, তাদের মার্ক করে রাখা এলাকায় অন্য কোন কুকুর ঢুকে পড়ুক। তাই তাদের প্রস্রাব করে রাখা কোন বাইক বা গাড়ি যদি অন্য কোন এলাকায় ঢুকে পড়ে তাহলে কুকুরেরা তার পিছু পিছু ছুটতে থাকে। এছাড়াও যদি কোন কুকুরের সন্তান বা সঙ্গী কোন গাড়িতে আহত হয় বা গাড়ির তলায় চাপা পড়ে মারা যায় তাহলে সেই কুকুর সেই ধরনের গাড়ি বা সেই একই রঙের কোনো গাড়ি দেখলেই তেড়ে যায়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *