Xiaomi Financial Services halted: ভারতের বাজারে এই পরিষেবাগুলি বন্ধ করে দিচ্ছে Xiaomi, তবে কি চুপিসারে ব্যবসা গোটাচ্ছে চিনা কোম্পানি?

Spread the love

চীনা মোবাইল নির্মাণকারী কোম্পানি শাওমি সিদ্ধান্ত গ্রহণ করল,যে তারা ভারতে আর্থিক লেনদেনকারী পরিষেবা বন্ধ করে দেবে। এই কোম্পানিটি ভারতের প্লে স্টোর এবং নিজস্ব অ্যাপ স্টোর থেকে Mi Pay এবং Mi ক্রেডিট অ্যাপগুলি সরিয়ে দিয়েছে। শাওমি ভারতে Mi Pay চালু করেছিল ২০১৯ সালে। প্রথমের দিকে প্রায় দু কোটি ছিল এই অ্যাপের গ্রাহকের সংখ্যা।

এই অ্যাপটি চালু করা হয়েছিল স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কিছুদিন আগে, শাওমির ওপর থেকে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করে ভারতের একটি আদালত। এর ফলেই চীনের এই কোম্পানিটি পরিষেবা বন্ধ করে দিচ্ছে বলে, মনে করা হচ্ছে। শুক্রবার যদিও এই বিষয়ে কোম্পানির তরফ থেকে কিছুই জানানো হয়নি।

ইডি শাওমির অ্যাকাউন্ট থেকে ৫,৫৫১.২৭ টাকা বাজেয়াপ্ত করেছে ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায়। চিনে নাকি বেআইনিভাবে টাকা পাঠানো হয়েছে, এমনই অভিযোগ ছিল শাওমির বিরুদ্ধে। আবার শোনা গেছে, চীন নাকি ভারত থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে পাকিস্তানে পা রাখতে চলেছে। চীনা সংস্থাটি ভারতে শাওমির ৬৭৬ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার কারণে পাকিস্তানে ব্যবসা নিয়ে যেতে পারে বলে সূত্রের খবর।

E-Sim: জনপ্রিয় ই-সিম আসলে কি? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? জেনে নিন বিস্তারিত

Mashla Papad: চালের গুঁড়ো দিয়ে এইভাবে বানান মশলা পাঁপড়, যা একবার খেলে জাস্ট প্রেমে পরে যাবেন

Underwater Tunnel: দীঘায় এবার ‘সমুদ্রের নিচে’ তৈরি হতে চলেছে সুড়ঙ্গ, পর্যটক টানতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

Ola S1 Pro: দেশের সবচেয়ে সস্তা OLA কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার, দাম শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

শাওমি ভারতে প্রবেশ করেছিল ২০১৪ সালে। এই কোম্পানিটি এক বছরেরও কম সময়ের মধ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ যাত্রা আরম্ভ করেছিল। সংস্থাটির দাবি,তাদের টিভি গুলির ১০০%ও স্মার্টফোনে ৯৯% ভারতেই তৈরি করা হয়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *