Yamaha RX100 ; আধুনিক features যুক্ত RX100 নতুন ভাবে নিয়ে এলো Yamaha

Spread the love

বর্তমান প্রজন্মের কাছে রেসিং বাইক বা অ্যাডভেঞ্চারাস ক্যাটেগোরিক বাইক ব্যাপক পছন্দের।একসময় Yamaha RX100 বাইক ঘিরে উন্মাদনার শেষ ছিল না যুব প্রজন্মের। এই বাইকটি নিজের শ্রেণীতে প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। এখনো পর্যন্ত ভারতে ইয়ামাহার সর্বাধিক জনপ্রিয় মডেল এটি। ৯০ দশকের মানুষের কাছে বাইক কেনার সময় অপশন অনেক কম ছিল। এই বাইকটি সেই সময় ভারতীয় মার্কেটে রাজ করেছিল। এখানে যে বাইকটির কথা বলা হচ্ছে বাইকটির নাম হল Yamaha কোম্পানির RX100।

৯০ দশকে কম বয়সে থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেরই প্রথম পছন্দ ছিল আর ইয়ামাহার RX100। ফিচারস, স্পেসিফিকেশন এবং বাইকটির লুক সেই টাইমের অনুযায়ী সবার সেরা পছন্দ ছিল বাইকটি। তবে বর্তমান সময়ে ১৫০ সিসির বাইকই সবাই ব্যবহার করে থাকেন। তবে বাইকপ্রেমীদের কাছে ইয়ামাহা RX 100 এর জনপ্রিয়তা এখনো কমেনি।

বাইকটির ক্রেজ এখনো বাইকপ্রেমীদের কাছে বিন্দুমাত্রও হ্রাস পায়নি। এই কথা মাথায় রেখেই ইয়ামাহা কোম্পানি আবারও এটিকে নতুন রূপে ভারতীয় বাজারে আনার পরিকল্পনা করছে। বাইকটিকে আধুনিক বৈশিষ্ট্যপূর্ণ এবং আরো আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা চলছে।

বাইকটির লুকও করা হবে চমকপ্রদ। বাইকটি বাজেট সেগমেন্টে বিক্রি করবে কোম্পানি। ইয়ামাহা কোম্পানি এবার বাইকটিকে শক্তিশালী ইঞ্জিন দিয়ে এবং নতুন লুকে ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। বাইকটিকে অত্যাধুনিক রূপে লঞ্চ করতে দেখলে বাইকপ্রেমীদের খুশির সীমানা থাকবে না তা আর আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। অনেকেই পুরাতন RX100 মডিফাই করে চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *