Royal Enfield: লাখ লাখ টাকা নয়, মাত্র ২০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Royal Enfield Classic 350, জানুন কিভাবে কিনবেন

Spread the love

বেশ কিছু বছর ধরে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের Classic 350 সবথেকে বেশি বিক্রিত মডেল হিসাবে পরিচিত। এই বাইকটির নতুন মডেলটি গত বছর সংস্থার উন্নত ‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বাজারে লঞ্চ করেছে। বাইকটিতে রয়েছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২০.২ এইচপি পাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম ।

১৯৫ কেজি ওজনের এই বাইকটির চ্যাসিস হলো টুইন ডাউনটিউব কনফিগারেশন যুক্ত। রয়্যাল এনফিল্ডের এই বাইকটি অনেকেরই কেনার থাকলেও উচ্চমূল্যের কারণে পিছপা হন অনেকেই। তাই অগত্যা ইএমআই -তে কেনার বিকল্প পথ বেছে নিতে হয়। তবে এক্ষেত্রে ক্রেতাদের মনে সবথেকে বড় প্রশ্ন হল কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে, এছাড়াও মাসিক কিস্তির পরিমাণই বা কত পড়বে? আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ বাজারে দুটি ভ্যারিয়েন্টের সঙ্গে উপলব্ধ রয়েছে। এর মধ্যে একটি হলো সিঙ্গেল চ্যানেল এবিএস এবং অপরটি হল ডুয়েল চ্যানেল এবিএস। প্রথম ভ্যারিয়েন্টির অন-রোড মূল্য হল ২,১০,৭১৬ টাকা। তবে ডুয়েল চ্যানেল এবিএস মডেলটির বাজারে চারটি কালার স্কিমের সাথে উপলব্ধ, যথা-সিগন্যাল সিরিজ, হ্যালিকন সিরিজ, ডার্ক সিরিজ ও ক্রোম সিরিজ।

এদের অন- রোড মূল্য হল যথাক্রমে, ২,২০,৫৫৮ টাকা, ২,৩৩,২১০ টাকা, ২,৪১,১৯৭ টাকা এবং ২,৪৫,৩০৬ টাকা। গ্রাহকদের লোন পরিশোধের সময়সীমা তিন বছর এবং সুদের হার ১০% ব্যাংক বিশেষে এটি আলাদা হতে পারে। ক্লাসিকের সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলটির ক্ষেত্রে ২০,০০০ টাকা ডাউনপেমেন্ট করলে মাসিক কিস্তির পরিমাণ পড়বে ৬,১৫৪ টাকা। এছাড়াও হ্যালিকন সিরিজের জন্য প্রথম দিকে ২২,০০০ টাকা করে দিলেও প্রতি মাসে ৬,৪০৭ টাকা ইএমআই দিতে হবে।

অন্যদিকে সিগন্যাল সিরিজের জন্য ২৩,০০০ টাকা করে ডাউনপেমেন্ট করলে মাসে আপনাকে ৬,৭৮৩ টাকা করে দিতে হবে। ডার্ক সিরিজের ক্ষেত্রে আপনাকে ডাউনপেমেন্ট করতে হবে ২৪,০০০ টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার ইএমআই এর অংক দাঁড়াবে ৭,০০৮ টাকা। সর্বশেষ মডেল ক্রোম সিরিজের জন্য ২৫,০০০ টাকা ডাউনপেমেন্ট করলে আপনাকে মাসিক ৭,১০৯ টাকা ইএমআই গুণতে হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *