TVS Raider: বাইক কেনার স্বপ্ন কিছুতেই পূরণ হচ্ছে না? চিন্তা নেই, এবার মাত্র ১১ হাজার টাকায় বাড়ি আনতে পারবেন TVS Raider

Spread the love

TVS Raider: বাইক কেনার স্বপ্ন কিছুতেই পূরণ হচ্ছে না? এবার মাত্র ১১ হাজার টাকাতেই হবে স্বপ্নপূরণ! নিজের উপার্জনের টাকা থেকে একটি বাইক কেনার স্বপ্ন তো অনেকেই দেখেন। কিন্তু সব সময় সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। এর প্রধান কারণ বাজেট। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে একসঙ্গে একটি মোটা টাকা ব্যয় করে বাইক কেনা সম্ভব হয় না। ফলে পকেটের চাপ কমাতে নিজের স্বপ্নকে চাপা দিয়ে রাখতে হয়। তবে এবার সেই সব মানুষের জন্য এসে গেছে বিশেষ একটি সুযোগ। কারণ একসঙ্গে মোটা টাকা বের না করে মাত্র ১১ হাজার টাকা খরচ করে আপনি কিনে নিতে পারবেন নতুন TVS Raider Super Squad এডিশন বাইকটি।

ভাবছেন তো মাত্র ১১ হাজার টাকায় অত্যাধুনিক মডেলের নতুন বাইক কেনা কিভাবে সম্ভব? সেই পদ্ধতিই আজ আপনাদের জানাবো এই প্রতিবেদনে। সম্প্রতি নতুন এই মডেলের বাইক লঞ্চ করেছে বাইক প্রস্তুতকারক সংস্থা TVS। এক্স-শোরুম এর দাম রাখা হয়েছে 98,919 টাকা। অন-রোড বাইকটির দাম পড়বে প্রায় 1.13 লাখ টাকা। এই পরিমাণ নগদ অর্থ সাধারণ মানুষের পক্ষে একসঙ্গে জোগাড় করে খরচ করা সম্ভব হয় না। তাই সাধারণ মানুষের জন্য EMI পদ্ধতি চালু করা হয়েছে।

অনলাইন EMI ক্যালকুলেটরের তথ্য অনুসারে জানা গেছে কোনো ক্রেতা যদি বাইকটি কেনার সময় 11,000 টাকা ডাউন পেমেন্ট জমা করেন তাহলে ব্যাঙ্কের পক্ষ থেকে তার জন্য 1.02 লাখ টাকা লোন দেওয়া হবে। এই লোনের ক্ষেত্রে সুদের হার হবে 9.7%। লোন শোধ করার মেয়াদ যদি 36 মাস রাখা হয় তবে ক্রেতাকে মাসিক কিস্তি জমা দিতে হবে 3292 টাকা।

বাইকটি বেশ অত্যাধুনিক ভাবে ডিজাইন করা হয়েছে। এটি দেখতে বেশ কালারফুল। এবং এতে স্পোর্টি ডিজাইন দিয়ে বাইকটিকে বেশ রোডস্টার লুক দেওয়া হয়েছে। Raider 125 এর মাইলেজ টাও বেশ উন্নতমানের দেওয়া হয়েছে। এই বাইকের মাইলেজ 67 কিমি প্রতি লিটার। সেই সঙ্গে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে এই বাইকে। ইঞ্জিনটি সর্বাধিক 11.38 হর্সপাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এছাড়া এতে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাইকটি হয়ে উঠেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *